শিরোনাম

শক্তিশালী ভূমিকম্পের সতর্কবার্তা

সিটিজেন-ডেস্ক­
শক্তিশালী ভূমিকম্পের সতর্কবার্তা
জাপানে শক্তিশালী ভূমিকম্পের সতর্কবার্তা। ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর আগামী এক সপ্তাহ আরও শক্তিশালী ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, জাপানের উত্তরের হোক্কাইডো দ্বীপ থেকে টোকিওর পূর্বে চিবা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত অঞ্চলের জন্য একটি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। ওই বার্তায় বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে, এজন্য ওই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এর আগে সোমবার (০৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানার পর জাপান উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে। পরবর্তীতে সর্বোচ্চ সতর্কতা নামিয়ে নিম্ন-স্তরের সতর্কতা দেয় দেশটির আবহাওয়া বিভাগ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, জাপানের উত্তরাঞ্চল অমোরি উপকূলের প্রায় ৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর পরপরই ৫ দশমিক ৫ এবং ৫ মাত্রার আরও অন্তত দুটি আফটারশক আঘাত হানে।

ভূমিকম্পের ফলে ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উচ্চতার ঢেউ দেখা গেছে।

শক্তিশালী এই ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি অমোরি অঞ্চলের প্রায় দুই হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স