বছরের শেষ দিনে জাপানে শক্তিশালী ভূমিকম্প

বছরের শেষ দিনে জাপানে শক্তিশালী ভূমিকম্প
সিটিজেন-আন্তর্জাতিক-ডেস্ক

২০২৫ সালের শেষ দিনে জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে দেশটিতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূল এলাকায়। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, দেশটির আবহাওয়া সংস্থা ৫.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে।
এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ডিসেম্বরের শুরুতে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন এবং প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়।
এর আগে ০৮ ডিসেম্বর (২০২৫) উপকূলীয় এলাকায় সংঘটিত ভূমিকম্পের পর জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সতর্ক করে জানায়, উত্তর-পূর্ব উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। সে সময় হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েকটি বন্দরে ২০ থেকে ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউও পর্যবেক্ষণ করা হয়েছিল।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই জাপানে সংঘটিত হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরাঞ্চলীয় শহর সেন্দাইয়ের উপকূলে সাগরের নিচে ৯ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যার ফলে সৃষ্ট সুনামিতে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয় এবং প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
সূত্র: আনাদোলু, এনডিটিভি

২০২৫ সালের শেষ দিনে জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে দেশটিতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূল এলাকায়। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, দেশটির আবহাওয়া সংস্থা ৫.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে।
এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ডিসেম্বরের শুরুতে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন এবং প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়।
এর আগে ০৮ ডিসেম্বর (২০২৫) উপকূলীয় এলাকায় সংঘটিত ভূমিকম্পের পর জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সতর্ক করে জানায়, উত্তর-পূর্ব উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। সে সময় হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েকটি বন্দরে ২০ থেকে ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউও পর্যবেক্ষণ করা হয়েছিল।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই জাপানে সংঘটিত হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরাঞ্চলীয় শহর সেন্দাইয়ের উপকূলে সাগরের নিচে ৯ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যার ফলে সৃষ্ট সুনামিতে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয় এবং প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
সূত্র: আনাদোলু, এনডিটিভি

বছরের শেষ দিনে জাপানে শক্তিশালী ভূমিকম্প
সিটিজেন-আন্তর্জাতিক-ডেস্ক

২০২৫ সালের শেষ দিনে জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে দেশটিতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূল এলাকায়। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, দেশটির আবহাওয়া সংস্থা ৫.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে।
এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ডিসেম্বরের শুরুতে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন এবং প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়।
এর আগে ০৮ ডিসেম্বর (২০২৫) উপকূলীয় এলাকায় সংঘটিত ভূমিকম্পের পর জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সতর্ক করে জানায়, উত্তর-পূর্ব উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। সে সময় হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েকটি বন্দরে ২০ থেকে ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউও পর্যবেক্ষণ করা হয়েছিল।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই জাপানে সংঘটিত হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরাঞ্চলীয় শহর সেন্দাইয়ের উপকূলে সাগরের নিচে ৯ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যার ফলে সৃষ্ট সুনামিতে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয় এবং প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
সূত্র: আনাদোলু, এনডিটিভি




