ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার
সিটিজেন-ডেস্ক

ইন্দোনেশিয়ায় নিখোঁজ একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই উড়োজাহাজে ১১ জন আরোহী ছিলেন।
এর আগে গত শনিবার (১৭ জানুয়ারি) ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার যোগজাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে যাওয়ার পথে ছোট আকারের বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। রবিবার (১৮ জানুয়ারি) এই ধ্বংসাবশেষ উদ্ধারের খবর পাওয়া যায়।
মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, রবিবার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে থাকা উদ্ধারকারী দল মাউন্ট বুলুসারাউং পাহাড়ের ঢালে বনঘেরা একটি এলাকায় উড়োজাহাজের একটি ছোট জানালার মতো কিছু দেখতে পায়। পরে উদ্ধারকারীরা ওই এলাকা থেকে উড়োজাহাজের মূল অংশ এবং লেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বড় ধরণের ধ্বংসাবশেষ উদ্ধার করেন।
সূত্র: আল জাজিরা

ইন্দোনেশিয়ায় নিখোঁজ একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই উড়োজাহাজে ১১ জন আরোহী ছিলেন।
এর আগে গত শনিবার (১৭ জানুয়ারি) ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার যোগজাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে যাওয়ার পথে ছোট আকারের বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। রবিবার (১৮ জানুয়ারি) এই ধ্বংসাবশেষ উদ্ধারের খবর পাওয়া যায়।
মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, রবিবার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে থাকা উদ্ধারকারী দল মাউন্ট বুলুসারাউং পাহাড়ের ঢালে বনঘেরা একটি এলাকায় উড়োজাহাজের একটি ছোট জানালার মতো কিছু দেখতে পায়। পরে উদ্ধারকারীরা ওই এলাকা থেকে উড়োজাহাজের মূল অংশ এবং লেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বড় ধরণের ধ্বংসাবশেষ উদ্ধার করেন।
সূত্র: আল জাজিরা

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার
সিটিজেন-ডেস্ক

ইন্দোনেশিয়ায় নিখোঁজ একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই উড়োজাহাজে ১১ জন আরোহী ছিলেন।
এর আগে গত শনিবার (১৭ জানুয়ারি) ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার যোগজাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে যাওয়ার পথে ছোট আকারের বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। রবিবার (১৮ জানুয়ারি) এই ধ্বংসাবশেষ উদ্ধারের খবর পাওয়া যায়।
মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, রবিবার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে থাকা উদ্ধারকারী দল মাউন্ট বুলুসারাউং পাহাড়ের ঢালে বনঘেরা একটি এলাকায় উড়োজাহাজের একটি ছোট জানালার মতো কিছু দেখতে পায়। পরে উদ্ধারকারীরা ওই এলাকা থেকে উড়োজাহাজের মূল অংশ এবং লেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বড় ধরণের ধ্বংসাবশেষ উদ্ধার করেন।
সূত্র: আল জাজিরা




