শিরোনাম

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কপাল খুলবে বাংলাদেশের!

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কপাল খুলবে বাংলাদেশের!
বিসিবি ও পিসিবির লোগো (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরু আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। তবে আসন্ন বিশ্বকাপ নিয়ে চলছে নাটকীয়তা। পাকিস্তানের গণমাধ্যমে খবর বাংলাদেশের প্রতি ‘সহমর্মিতা’ দেখিয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে তারা। এরই মধ্যে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম বলছে, পাকিস্তান বিশ্বকাপে না খেললে তাদের বদলে সুযোগ দেওয়া হবে বাংলাদেশকে!

পাকিস্তান বিশ্বকাপে খেলা নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে আগামী শুক্র বা সোমবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। যেহেতু বাংলাদেশ সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায় এবং পাকিস্তানের সব ম্যাচও শ্রীলঙ্কাতেই নির্ধারিত, তাই এই অদল-বদল আইসিসির জন্য লজিস্টিক্যালি খুব সহজ হবে। এতে আইসিসিরও মাথা নত করতে হবে না, আবার বাংলাদেশের দাবিও মানা হবে।

পুরো বিশ্বকাপ বয়কট না করলেও, পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কট করার কথা ভাবছে। এমন গুঞ্জন আছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি হবে পাকিস্তানের জন্য ‘মরণফাঁদ’। কারণ, বিশ্বকাপে হাইব্রিড মডেলটি পাকিস্তানের দাবি মেনেই করা হয়েছিল। এখন ম্যাচ না খেললে তা নিজেদের করা চুক্তির লঙ্ঘন হবে। পাকিস্তান যদি ভারতের ম্যাচটি না খেলে তবে তাদের ক্ষতি হবে ৪৬৪ কোটি টাকা, এমনটি বলছে হিন্দুস্থান টাইমস।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বিষয়টিকে পাকিস্তানের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পাকিস্তান বিনা কারণে এই বিষয়ে নাক গলাচ্ছে এবং বাংলাদেশকে প্ররোচিত করছে।

পাকিস্তান ইতিমধ্যেই তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। বিশ্বকাপ নিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার কী সিদ্ধান্ত নেয় সেটি দেখার।

/টিই/