শিরোনাম

লন্ডনে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফিলিস্তিনি দূতাবাস

সিটিজেন-আন্তর্জাতিক-ডেস্ক
লন্ডনে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফিলিস্তিনি দূতাবাস
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি দূতাবাসের উদ্বোধন। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি দূতাবাসের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) লন্ডনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাসটি উদ্বোধন করা হয়। এটাকে ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির রাষ্ট্রদূত।

পশ্চিম লন্ডনে ব্রিটেনে ফিলিস্তিন মিশন হিসেবে পরিচিত অফিসের সামনে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত হুসাম জোমলত বলেন, ‘আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী—যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করছি, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ।’

২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর ওই মিশনটি দূতাবাসে উন্নীত করা হয়। সে সময় গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ চরমে পৌঁছালে অস্ট্রেলিয়া ও কানাডাসহ আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

কালো-সাদা কেফিয়াহ স্কার্ফ পরিহিত জোমলত বলেন, এটি ‘শুধু নামের পরিবর্তন নয়’, বরং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে ‘দিক পরিবর্তন’।

তিনি আরও বলেন, ‘নতুন বছর আমরা কী অসাধারণভাবে শুরু করছি—ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে এক গভীর মাইলফলক এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ যাত্রায় এক অধ্যায়। এটি আশার দিন, দৃঢ়তার দিন এবং এমন এক দিন, যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে শান্তি শুধু সম্ভবই নয়, এটি অনিবার্য।

তবে ফিলিস্তিনি ভূখণ্ডে যুক্তরাজ্য নিজস্ব কোনো দূতাবাস স্থাপনের পরিকল্পনা করছে কি না—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। ফিলিস্তিনি ও ব্রিটিশ পতাকাসংবলিত মঞ্চে জড়ো হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাজ্যের কূটনৈতিক প্রতিনিধি অ্যালিস্টার হ্যারিসন এ ঘটনাকে ‘আশার মুহূর্ত’ বলে উল্লেখ করেন।

সূত্র : স্কাই নিউজ, দ্য জেরুজালেম পোস্ট

/জেএইচ/