
এই বহরে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে। পাশাপাশি বহরে রয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক।

এর কার্যক্রম শুধুমাত্র ফিলিস্তিন ভূখণ্ডে সীমাবদ্ধ নয়। আর শান্তি পর্ষদের স্থায়ী সদস্য হতে হলে প্রত্যেককে ১০০ কোটি ডলার পর্যন্ত অর্থ প্রদানের শর্ত থাকতে পারে।

নিহতদের মধ্যে যারা বিক্ষোভে সন্ত্রাস ও দাঙ্গাবাজি করেছে, সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে– তাদেরকে ‘সন্ত্রাসী-দাঙ্গাবাজ’ হিসেবে ক্যাটাগরিভুক্ত করা হয়েছে।

রবিবার অল্প সময়ের জন্য ইরানে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হলেও দেশটির বেশিরভাগ এলাকায় এখনও পুরোপুরি বন্ধ রয়েছে।

অর্থনৈতিক অসন্তোষ থেকে ডিসেম্বর মাসের শেষের দিকে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি সংসদ নেসেটে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, ‘গাজা উপত্যকায়, আমরা ট্রাম্প পরিকল্পনার (যুদ্ধবিরতি) দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয়

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৫ হাজার মানুষের প্রাণ গেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রায় পাঁচশ সদস্য রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ মৃতের এ সংখ্যা যাছাই করেছে বলে সেখানকার এক কর্মকর্তা রবিবার (১৮ জানুয়ারি) রয়টার্সকে জানিয়েছেন।

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী প্রাণঘাতী বিক্ষোভ উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে অন্তর্ভুক্ত করে পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।

সীমিত পরিসরে ইন্টারনেট চালু
শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপ এইচআরএএনএ ইরানে বিক্ষোভ-চলাকালে সহিংসতায় নিহতের সংখ্যা যাচাই করে বলেছে, তারা ইরানে ৩ হাজার ৯০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছে। এদের মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী।

খনিজ স্তরটি ভূগর্ভের অনেক গভীর পর্যন্ত বিস্তৃত এবং এখনো প্রকৃত গভীরতা নির্ণয় করা যায়নি। অর্থাৎ ২০২৬ সালজুড়ে চলমান ড্রিলিংয়ে এই মজুত আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভের শুরু থেকেই বলে আসছিলেন, জনতার বিক্ষোভ দমনে ইরান কঠোর পন্থার আশ্রয় নিলে দেশটিতে সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র

ট্রাম্প আরও বলেন, ‘উপসাগরীয় কোনো দেশ বা ইসরাইল তাকে হামলা থেকে বিরত রেখেছে– এমন মন্তব্য সঠিক নয়; বরং

হোয়াইট হাউস জানিয়েছে, ‘বোর্ড অব পিস’-এর সদস্যদের তালিকায় আরও অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কিন ধনকুবের

ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায়, সে জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এ তিন দেশ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘সংবেদনশীল এই মুহূর্তে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আরও প্রাণহানি কিংবা বিস্তৃত আঞ্চলিক সংঘাত উসকে দেয় এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে

প্রেসিডেন্ট ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের পর ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে ভবন ও জনসমাগমস্থল পরিদর্শনের জন্য সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র তিন দিনের মধ্যে তাকে ফাঁসির দণ্ড দেওয়া দেওয়া হয়।

ইরানজুড়ে বিক্ষোভ ও বিদেশি চাপ সত্ত্বেও দেশটির নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতৃত্বে এখনো কোনো চিড় ধরার লক্ষণ দেখা যায়নি। ইরানের নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতৃত্বে ভাঙন ধরলে দেশটিতে দৃঢ় অবস্থানে থাকা সরকারের পতন ঘটবে বলে মনে করা হচ্ছে।