শিরোনাম

বিক্ষোভকারীদের হামলায় ইরানে বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত

সিটিজেন-ডেস্ক
বিক্ষোভকারীদের হামলায় ইরানে বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কয়েকজন সদস্য। ছবি: সংগৃহীত

ইরানের পূর্বাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভকারীদের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিক্ষোভের সময়।

ইরানি গণমাধ্যমের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানি রিয়ালের দরপতন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে দোকান বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। খুব দ্রুত সময়ের মধ্যে এই আন্দোলন দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়।

বৃহস্পতিবার রাতের আন্দোলনটি সবচেয়ে তীব্র ছিল। এদিন অনেক বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। এ সময় কেরমানশাহে ৮ জন ইসলামিক বিপ্লবী গার্ড নিহত হয়েছেন। তবে সেখানে কতজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন, তা এখনও জানা যায়নি।

আল জাজিরা জানিয়েছে, ১৩ দিন চলা এ বিক্ষোভে নিহতের সংখ্যা ৬২ জনে পৌঁছেছে। তবে একটি মানবাধিকার সংস্থা ৫২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/