ব্রেকিং
বেঁচে আছেন ইমরান খান
ইনসেটে ইমরান খানের বোন উজমা খান। ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল ছিলো দেশটি। ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তার খোঁজ পেতে বিক্ষোভের ডাক দেয় সমর্থকরা। এর জেরে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অবশেষে সকল জল্পনার অবসান ঘটলো। সুস্থ আছেন ইমরান খান, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছেন তার বোন উজমা খান।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন,“আমার বোনদের—আলিমা এবং নওরীনের—সঙ্গে পরামর্শের পর বিস্তারিত জানাব।”

ইমরানের কারাগারে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার সঙ্গে পরিবারের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। দলের পক্ষ থেকে ঘোষিত আন্দোলনের আগেই এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।

জিও নিউজের খবরে বলা হয়েছে, উজমা খানকে আগে থেকেই জানানো হয়েছিল যে তাকে কারাগারের ভেতরে সরাসরি ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হবে।সাক্ষাৎ শেষে তিনি বলেন, “অবশেষে অনুমতি পেয়েছি, খুব খুশি। বাইরে এসে সব জানাব।”

এদিকে আদিয়ালা কারাগার এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কারাগার ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আদিয়ালা জেল রোডে পাঁচটি নতুন চেকপয়েন্ট বসানো হয়েছে।