শিরোনাম

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ, শুরু হলো অফিসার ক্যাডেট নিয়োগ

সিটিজেন-ডেস্ক­
সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ, শুরু হলো অফিসার ক্যাডেট নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনী (ছবি সংগৃহীত)

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) ও ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের আওতায় এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: অনির্দিষ্ট

আবেদনে বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর

শিক্ষাগত যোগ্যতা

আর্মি মেডিক্যাল কোর (পুরুষ/মহিলা): এমবিবিএস ডিগ্রি (সরকার কর্তৃক স্বীকৃত মেডিক্যাল কলেজ)। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ-৯ (তবে যেকোনো পরীক্ষায় জিপিএ-৪.৫–এর কম নয়)।

আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা): বিডিএস ডিগ্রি (সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ)। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ-৯ (তবে যেকোনো পরীক্ষায় জিপিএ-৪.৫–এর কম নয়)।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য: উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন ৫৭ কেজি (১২৬ পাউন্ড)।

মহিলা প্রার্থীদের জন্য: উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)। ওজন ৪৮ কেজি (১০৫ পাউন্ড)।

বেতন-ভাতা: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।

আবেদনের নিয়ম

প্রার্থীদের https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page–এর ওপরে ডান পার্শ্বে Apply Now–তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২০০০ টাকা (টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ফি প্রদান করতে হবে)।

আবেদন শুরু: ২৩ জানুয়ারি ২০২৬

আবেদন শেষ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশেষ নির্দেশনা

১. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো।

২. এএফএমসি হতে পাস করা প্রার্থীদের এএফএমসির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

/এমএ/