শিরোনাম

২০২৬ সালে সরকারি ছুটির তালিকা

নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালে সরকারি ছুটির তালিকা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

২০২৬ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। গত ৯ নভেম্বর ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও ১৪ দিন।

প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিষ্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেওয়া যাবে।

এতে বলা হয়, আগামী বছর সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ফলে প্রকৃত ছুটি ১৯ দিন। মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিষ্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একজন কর্মকর্তা-কর্মচারীকে তাঁর নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

২০২৬ সালে কোন মাসে কতদিন ছুটি-

ফেব্রুয়ারি

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশ অনুযায়ী পবিত্র শবে বরাতের ছুটি নির্ধারিত হয়েছে। এ বছর এটি বুধবার পড়তে পারে। যদি ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি নেওয়া হয় তবে ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

মার্চ

২০২৬ সালের মার্চ মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একদিন ছুটি নিলেই টানা সাত দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। এছাড়াও মাসে পৃথকভাবে চার দিনের দীর্ঘ অবকাশ পাওয়ার সুযোগও রয়েছে।

২০ মার্চ শুক্রবার জুমাতুল বিদা। আর চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশ অনুযায়ী চার দিনের ছুটি মিলিয়ে মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।

এর পাশাপাশি ১৭ মার্চ শবে কদরের ছুটি নির্ধারিত হয়েছে। যদি ১৮ মার্চ অতিরিক্ত এক দিন ছুটি নেওয়া হয় তবে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। ২৬ মার্চ বৃহস্পতিবার, এরপরের দুই দিন (শুক্র ও শনি) সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৫ মার্চ বা ২৯ মার্চ একদিন ছুটি নিলে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। এক দিন ছুটি না নিলেও তাতে অন্তত তিন দিনের টানা ছুটি নিশ্চিত হবে।

এপ্রিল

এপ্রিল মাসেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে এর জন্য দু’দিন অতিরিক্ত ছুটি নিতে হবে। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, আর ১৪ এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখের ছুটি। এই ছুটিগুলোর মধ্যে ১২ ও ১৩ এপ্রিল অতিরিক্ত ছুটি নিলে মোট পাঁচ দিনের টানা অবকাশ মিলবে।

মে

২০২৬ সালের মে মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দিন ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিন ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। যদি ২৪ ও ২৫ মে অতিরিক্ত দুই দিন ছুটি নেওয়া হয় তবে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশ অনুযায়ী ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে একটানা ১০ দিনের অবকাশ হবে।

আগস্ট

আগস্ট মাসে দুই দফায় লম্বা ছুটির সুযোগ রয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রে মাত্র এক দিন অতিরিক্ত ছুটি নিতে হবে। ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস সাপেক্ষে দেশে সাধারণ ছুটি থাকবে। যদি পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) একদিন ছুটি নেওয়া হয়, তবে ৭ ও ৮ আগস্টের শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে।

এছাড়াও ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিন ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের দীর্ঘ ছুটি পাওয়া যাবে।

অক্টোবর

২০২৬ সালের অক্টোবরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য লম্বা ছুটির সুযোগ রয়েছে। এক্ষেত্রে এক দিন অতিরিক্ত ছুটি নিলেই তারা একসঙ্গে পাঁচ দিনের অবকাশ উপভোগ করতে পারবেন। ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, আর ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর সাধারণ ছুটি। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিন ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে।

ডিসেম্বর

বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য লম্বা ছুটির সুযোগ রয়েছে। ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলে তারা টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবসের সাধারণ ছুটি, আর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে যদি ১৭ ডিসেম্বর অতিরিক্ত ছুটি নেওয়া হয় তবে মোট চার দিনের দীর্ঘ ছুটি তৈরি হবে।

/জেএইচ/