
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছর কলেজগুলো ৭২ দিন বন্ধ থাকবে। গত বছর ছুটি ছিল ৭১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।

একজন কর্মকর্তা-কর্মচারীকে তাঁর নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে

২০২৬ সালের শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে গতবারের থেকে ১২ দিন ছুটি কমানো হয়েছে। তালিকা অনুযায়ী, আগামী বছরের তালিকায় ছুটি রাখা হয়েছে ৬৪ দিন। ২০২৫ সালে বাৎসরিক ছুটি ছিল ৭৬ দিন।