শিরোনাম

নির্বাহী আদেশে বুধবার সরকারি ছুটি

বিশেষ-প্রতিনিধি
নির্বাহী আদেশে বুধবার সরকারি ছুটি
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিক অনুযায়ী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাসমূহ এ ছুটির আওতার বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও এ ছুটির আওতামুক্ত থাকবে বলে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহও খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। একইভাবে আদালতের কার্যক্রম বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন সুপ্রিম কোর্ট।