শিরোনাম

মধ্যরাত থেকেই নির্বাচনী প্রচারণা শুরু: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
মধ্যরাত থেকেই নির্বাচনী প্রচারণা শুরু: ইসি সচিব
নির্বাচন ২০২৬ (ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স)

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা বুধবার মধ্যরাত থেকে শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। নির্বাচনী প্রতীক বরাদ্দ সফলভাবে শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষ। এবার আজ (বুধবার) মধ্যরাত থেকে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোটকে সামনে রেখে আজ বুধবার ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় বক্তব্যকালে তিনি এ কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আখতার আহমেদ জানান, তফসিল অনুযায়ী বুধবার মধ্যরাত থেকে আগামী ১০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এ সময় তিনি আরও বলেন, পাবনা-১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট আইনী জটিলতা হাইকোর্টে দূর হয়েছে, তাই ৩০০ আসনেই নির্বাচন হবে।

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৩০০ পর্যবেক্ষকের একটি দল পাঠাতে পারে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে তাদের ৫৬ জন প্রতিনিধি বাংলাদেশে অবস্থান করছেন, যাদের মধ্যে দুজন মনোনয়নপত্র সংক্রান্ত আপিল প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন ‘

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘যেহেতু আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই সঙ্গে বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।’

/টিই/