শিরোনাম

গণভোটের প্রচারণায় প্রশ্ন উত্থাপনকারীরা ফ্যাসিবাদী শক্তির: আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
গণভোটের প্রচারণায় প্রশ্ন উত্থাপনকারীরা ফ্যাসিবাদী শক্তির: আদিলুর রহমান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান (মাঝে)। ছবি: সংগৃহীত

গণভোটের পক্ষে সরকারের প্রচারণা বিষয়ে যারা প্রশ্ন তুলছে, তারা ফ্যাসিবাদী পলাতক শক্তি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের সনদের সঙ্গেই রয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সেই অবস্থান স্পষ্ট করবে।’

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ‘বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন প্রতিফলিত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

কিশোরগঞ্জ জেলায় গণভোট বিষয়ক মতবিনিময় সভা ও ভোটের গাড়ির উদ্বোধন

এদিন কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধান এবং এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের সাথে গণভোট বিষয়ক পৃথক মতবিনিময় সভা করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না। ১২ ফেব্রুয়ারি গণভোটে জয়ের মাধ্যে দেশ থেকে গুম, খুন ও ফ্যাসিবাদের অবসান হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী; পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

গণভোট উপলক্ষে কিশোরগঞ্জ জেলার প্রচার-প্রচারণা কার্যক্রম ও নির্বাচন প্রস্তুতি সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোর্শেদ আলম।

এরপর স্থানীয় সরকার উপদেষ্টা কিশোরগঞ্জ জেলায় কুলিয়ারচর উপজেলা মাঠে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন। একই দিনে উপদেষ্টা বাজিতপুর উপজেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ উপলক্ষ্যে অবহিতকরণ সভায় যোগদান করেন এবং এলজিইডি ও ডিপিএইচই বাস্তবায়িত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

/এমএস/জেএইচ/