শিরোনাম

যাচাই-বাছাই শেষে ১,৮৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি

নিজস্ব প্রতিবেদক
যাচাই-বাছাই শেষে ১,৮৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি
যাচাই-বাছাই শেষে সারাদেশের ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ছবি: সিটিজেন জার্নাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে সারাদেশের ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়। ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, বাতিল হয়েছে ১৩৩টি। চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থী ১৩৮ জন, বাতিল ৫৬টি। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ৭৪টি।

খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছেন ৭৯ জন। বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩১ জন, বাতিল হয়েছে ৩১টি। সিলেট অঞ্চলে ১১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, বাতিল হয়েছে ৩৬টি।

ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে, বাতিল হয়েছে ১১২টি। কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থী ২৫৯ জন, বাতিল হয়েছে ৯৭টি। রংপুর অঞ্চলে ২১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, বাতিল ৫৯টি। ফরিদপুর অঞ্চলে ৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ৪৬টি মনোনয়নপত্র।

ইসির প্রকাশিত তথ্যে আরও বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্র কোনো যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রকাশিত তালিকার বিরুদ্ধে আপত্তি থাকলে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। প্রাপ্ত আপিলগুলোর শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা সেখানে বসে আপিল শুনানি শেষে রায় দেবেন।