শিরোনাম

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে খালেদা জিয়াকে দাফন

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে খালেদা জিয়াকে দাফন
খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায়। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরশায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। সাড়ে চুয়াল্লিশ বছর আগে ১৯৮১ সালে তার প্রয়াত স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে এখানেই সমাহিত করা হয়েছিল।

দাফনের পর সমাধিতে তিন বাহিনীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। আরো শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে বিউগলের করুণ সুর বাজানো হয়। এরপর মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দাফনপর্বে খালেদা জিয়ার পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ, তিন বাহিনীর প্রধান, ৩২টি রাষ্ট্রের প্রতিনিধিরা ছাড়াও লাখো মানুষ অংশ নেন।

জানাজা শেষে সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকা মোড়ানো লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। সেখানে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়। সেখানে মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে তিনদিন দেশের সব সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

তানভীর