শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকালে

সিটিজেন-ডেস্ক­
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকালে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে আরও উপস্থিত থাকবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনগত সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রতিনিধি দল যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে।

/জেএইচ/