শিরোনাম

চার স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা নির্বাচন ভবন

নিজস্ব প্রতিবেদক
চার স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা নির্বাচন ভবন
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি: সিটিজেন জার্নাল

নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তার ঘেরাটোপ বাড়ানো হচ্ছে ইসিতে। চার স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে নির্বাচন ভবন। আনসার, পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর টহলের পাশাপাশি রয়েছে গোয়েন্দা বাহিনীর নজরদারি। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনের সামনে শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব লুকানোর বিষয়ে চ্যলেঞ্জ জানিয়ে রিট করেন একই এলাকার বিএনপি সমর্থক ইয়াজদায়িন। শুনানির আগে ইয়াজদায়িন এবং তার আইনজীবীকে ইসি ভবনের সামনের রাস্তায় মারধর করা হয়।

এ অবস্থায় আপিল নিয়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত বাহিনী মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ শনিবার নির্বাচন কমিশন (ইসি) ভবনের চারপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

নির্বাচন কমিশনের মূল ভবনে প্রবেশের জন্য দর্শনার্থীদের কয়েক ধাপে নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়। ছবি: সিটিজেন জার্নাল
নির্বাচন কমিশনের মূল ভবনে প্রবেশের জন্য দর্শনার্থীদের কয়েক ধাপে নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়। ছবি: সিটিজেন জার্নাল

সরেজমিন দেখা যায়, ইসিতে প্রবেশের আগে কয়েক ধাপে নিরাপত্তা বেষ্টনী পার হতে হচ্ছে । পিকেএসএফ ভবনের সড়কসহ আশপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মূল ভবনের সামনে ব্যারিকেড দিয়ে চলাচল সীমিত করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মূল প্রবেশপথে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেউ ভেতরে প্রবেশ করতে চাইলে কারণ জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে ভেতরে প্রবেশের অনুমতি মিললেও অপেক্ষারতদের জন্য অস্থায়ী বুথ থেকে অডিটোরিয়ামে যেতে আরও দুই ধাপের নিরাপত্তা বেষ্টনী পার করতে হচ্ছে। ভিজিটর খাতায় নিজের নাম-ঠিকানা, মোবাইল ফোন নম্বর, কার কাছে, কী কারণে যাবেন– তা লিখতে হচ্ছে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, শুক্রবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা সাময়িকভাবে কার্যকর থাকবে। প্রয়োজনে পরিচয় নিশ্চিত না করে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

গেটে দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তা রাকিব হোসেন বলেন, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে– সাংবাদিকদের পরিচিতি নিশ্চিত করার জন্য কার্ড ঝোলানো রাখতে হবে। আপিল সম্পৃক্ত ব্যক্তি ছাড়া নির্বাচন ভবনে কেউ প্রবেশ করবেন না। সামনের রাস্তায় কোনো জটলা করতে না দেয়া হচ্ছে না। চার স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা ইসি ভবন।

তিনি আরও জানান, নির্বাচন ভবনে প্রবেশের জন্য প্রতিটি রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে। বন্ধ রয়েছে পিকেএসএফ ভবনের সামনের ও উত্তর দিকের রাস্তা। শেরেবাংলা নগরের দিকের রাস্তা ও মেট্রোরেল স্টেশনের দিকে যাওয়ার পথে পাসপোর্ট অফিস মোড়ে ব্যারিকেড দেওয়া আছে। সবাইকে ফুটপাত দিয়ে হেঁটে আসতে হচ্ছে। সেখানে পুলিশ ও আনসারের টিম রয়েছে। মোটামুটি ইসি ভবনের চারপাশ নিরাপত্তা বেষ্টনিতে ঘেরা।

/এফসি/