শিরোনাম

রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির হওয়ার নির্দেশ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানাকে শোকজ। ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়।

এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টি করার অভিযোগ করেন।

গত শনিবার (১৭ জানুয়ারি) তিনি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে একটি চিঠি পাঠিয়ে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, আচরণবিধি লঙ্ঘন করে রুমিন ফারহানা ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে জনসভায় বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য রাখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধ করতে বললে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন রকম হুমকি প্রদান করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 

/জেএইচ/