শিরোনাম

করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
সিলেট
করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সিটিজেন জার্নাল

খাল খননের মাধ্যমে দেশের নদীগুলোয় পানি নিয়ে আসার প্রত্যাশা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রচারণার প্রথম জনসভায় তিনি বলেছেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সিলেটসহ সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। আমরা দেশে খাল কাটবো, দেশের নদীতে পানি নিয়ে আসবো। কয়েক বছর আগে হঠাৎ পানি ছেড়ে দেওয়ার কারণে সিলেট কীভাবে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল, মানুষ তা ভুলে যায়নি।

দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান। তিনি অভিযোগ করেন, গত ১৫-১৬ বছরে দেশকে বিদেশি স্বার্থের কাছে বন্ধক রাখা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশেই হবে। পিন্ডি নয়, দিল্লি নয়, অন্য কোনো দেশও নয়। সবার আগে বাংলাদেশ।

‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারমুক্ত হলেও গণতন্ত্রের পূর্ণ যাত্রা এখনো শুরু হয়নি। ১২ জানুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই সেই যাত্রা শুরু হবে।

নারী সমাজের ক্ষমতায়নের বিষয়ে তারেক রহমান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের স্বাবলম্বী করতে বিএনপি সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে। গ্রাম ও শহরের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে পরিবারগুলো সরাসরি সহযোগিতা পাবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার নারীশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই শিক্ষিত নারীসমাজকে এবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে বিএনপির।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ নির্বাচনের আগেই একটি দল বলছে ‘টিকিট দিব’। তারা এখনই আপনাদের ঠকাচ্ছে। তাহলে নির্বাচনের পরে তারা কেমন ঠকাবে?

এ ছাড়া দেশের বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীর জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলে তাদের জন্য কাজের সুযোগ তৈরি করাই হবে বিএনপির অন্যতম অগ্রাধিকার।

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু রাখেন। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এসময় আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

/এফসি/