শিরোনাম

জায়গার সংকটে কারওয়ান বাজার ছাড়িয়েছে মানুষের কাতার

নিজস্ব প্রতিবেদক
জায়গার সংকটে কারওয়ান বাজার ছাড়িয়েছে মানুষের কাতার
খালেদা জিয়ার জানাজায় লোকে লোকারণ্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। স্থান সংকুলান না হওয়ায় মানুষ আশপাশের ভবন, গলি ও সড়কে ছড়িয়ে পড়েছে। যে যেখানে জায়গা পাচ্ছেন, সেখানেই কাতার গড়ে তুলছেন।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইন্দিরা রোড এলাকায় এ চিত্র দেখা গেছে। মানুষের দীর্ঘ কাতার কারওয়ান বাজার অতিক্রম করতেও দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ ছিল মানুষের ঢলে লোকারণ্য। জানাজার কাতারে জায়গা না পেয়ে অনেকে পেছনের দিকে সরে যেতে থাকেন। এ সময় বিভিন্ন ভবনের গ্যারেজ, গলি এবং ছোট-বড় ফাঁকা জায়গায় অবস্থান নিয়ে সেখানেই কাতার সোজা করে দাঁড়িয়ে পড়েন তারা।

কারওয়ান বাজারে খালেদা জিয়ার জানাজার কাতার। ছবি: সিটিজেন জার্নাল
কারওয়ান বাজারে খালেদা জিয়ার জানাজার কাতার। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর শানির আখড়া থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘সকালে আসতে পারিনি। তবে দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে এসেছি। এত মানুষ যে কোনোভাবেই মানিক মিয়া অ্যাভিনিউতে ঢোকা সম্ভব হয়নি। বরং ভেতরে থাকা মানুষজন উল্টো দিকে ফিরতে শুরু করেন। হাজার হাজার মানুষের চাপে আমিও উল্টো পথে এসে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি।’

মিরপুর থেকে আসা এক ব্যক্তি বলেন, অনেক মানুষের জানাজায় গিয়েছি, দেখেছি। তবে এর আগে কোনো জানাজায় এত মানুষের ভিড় দেখিনি। দেশনেত্রীর জানাজায় অংশ নিতে মিরপুর থেকে এসেছি। খামারবাড়ি এলাকায় ছিলাম। হঠাৎ প্রচণ্ড ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যাই। পরে দেখি, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মানুষ এদিকে ফিরছে, সামনে আর জায়গা নেই।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বাদ যোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা নির্ধারণ করা হয়।

এসএমজে