শিরোনাম

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

সিটিজেন-ডেস্ক­
তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান এবং ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মাহাদী আমিন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরা তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ এটি।

এর আগে, রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

/জেএইচ/