ব্রেকিং
প্রার্থী নয়, মুখ্য ধানের শীষ: তারেক রহমান
আজ রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন সামনে রেখে ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'নির্বাচনে ব্যক্তি নয়, দল ও প্রতীকই মুখ্য'। তিনি বলেন, ‘তুমি তো প্রার্থীর জন্য কাজ করছ না, তুমি ধানের শীষের জন্য কাজ করছ।’

আজ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে ছাত্রদলের ৭৫টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের এক হাজারের বেশি নেতা-কর্মী অংশ নেন।

তারেক রহমান বলেন, 'কোনো এলাকায় ঘোষিত প্রার্থী কারও পছন্দ না–ও হতে পারে। কিন্তু দল ও প্রতীকই এখানে প্রধান।' তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘এখানে প্রার্থী মুখ্য নয়, মুখ্য বিএনপি; মুখ্য ধানের শীষ; মুখ্য দেশ।’

বিএনপির ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ তুলে ধরে তারেক রহমান বলেন, 'এসব পরিকল্পনা কাগজে–কলমে আটকে রাখা হবে না, বরং জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করা হবে। আগামী দুই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এসব পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দেওয়া।'

সভায় তিনি খাল খনন, বায়ুদূষণ রোধ, পরিবেশ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা–স্বাস্থ্য, বেকারত্ব দূরীকরণ, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা পরিকল্পনার কথা ধরেন।

গত ১৬ বছরের রাজনীতির চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে ‘বিশেষ একজন ছাড়া সবাই খারাপ— এমন ধারণার পরিবর্তন জরুরি। এটি গণতন্ত্রের জন্য হুমকি।'

গণতন্ত্র ছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে।’

২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘ওই আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। একজন গৃহবধূ থেকে শুরু করে রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, ছাত্র—সবাই ছিল এই আন্দোলনের চালিকাশক্তি। ওই আন্দোলনে ৬৩ জন শিশু মারা গেছে—এটাই সবচেয়ে বেদনাদায়ক।’

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'তরুণরাই দেশের ‘ইমিডিয়েট ভবিষ্যৎ’। তারা এগিয়ে এলে দেশ এগিয়ে যাবে; না হলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ