চট্টগ্রামকে ৬৩ রানে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

চট্টগ্রামকে ৬৩ রানে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ফাইনালে শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুরে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। বাউন্ডারি সীমানার পাশে প্রস্তুত হয়েই ছিলেন রাজশাহীর খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। ১৮তম ওভারে আবদুল গাফফারের পঞ্চম বলে মুকিদুল বাউন্ডারিতে মেহরবের হাতে ক্যাচ দিতেই ছুটলেন মাঠের ভেতরে। শুরু হয় রাজশাহীর জয়োৎসব।
রাজশাহীর ওয়ারিয়র্সের করা ১৭৪ রানের জবাবে চট্টগ্রামের ইনিংস থামে ১৭ ওভার ৫ বলে ১১১ রানে।
বিপিএলে প্রায় প্রতি আসরেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও নাম পরিবর্তনের হিড়িক দেখা যায়। ফলে একই বিভাগের দল হলেও নতুন নতুন নামে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে লড়াইয়ে নামার নজির আছে। রাজশাহী থেকে ২০২০ বিপিএলে শিরোপা জিতেছিল ‘রাজশাহী রয়্যালস’ ফ্র্যাঞ্চাইজি। সেই হিসেবে ফ্র্যাঞ্চাইজি ভিন্ন হলেও রাজশাহীর দলের বিপিএলে এটি দ্বিতীয় শিরোপা।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে চট্টগ্রাম রয়্যালস। পাওয়ার প্লেতে তারা তোলে ৩ উইকেটে ৪১ রান। শুরুতেই মোহাম্মদ নাঈমকে হারায় চট্টগ্রাম। চট্টগ্রামের ইনিংসের তৃতীয় ওভারে বিনুরা ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন এই ওপেনার। ১৮ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। পরের বলটি হয় ডট। পঞ্চম বলে মাহমুদুল হাসান জয় (০) আউট হন। তিন বলের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস।
পাওয়ার প্লের মধ্যেই তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম। দলীয় ৩৯ রানে থাকতে রান আউট হন হাসান নাওয়াজ। একটি করে চার ও ছক্কায় ৭ বলে ১১ রান করেন নাওয়াজ।
১০ ওভার শেষে রাজশাহীর স্কোর ছিল ৪ উইকেটে ৬৬ রান। ওভারপ্রতি রান তোলার চাপ বাড়তে থাকে। সেই চাপের মুখে একের পর এক উইকেট চট্টগ্রাম। ১২তম ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ তুলেন চট্টগ্রাম অধিনায়ক মেহেদী।
১৭তম ওভারে বোলিংয়ে ফিরে রাজশাহীর জয় একপ্রকার নিশ্চিত করে দেন বিনুরা ফার্নান্দো। প্রথম বলে আসিফ আলী আর পঞ্চম বলে শরিফুলকে আউট করেছেন এই শ্রীলঙ্কান পেসার। শেষ পর্যন্ত ৬৩ রানের বড় জয়ে বিপিএল শিরোপা নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মির্জা বেগ। বিনুরা ফার্নান্দো ৩ ওভারে ৯ রান দিয়ে নেন ৪ উইকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ফাইনালে শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুরে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। বাউন্ডারি সীমানার পাশে প্রস্তুত হয়েই ছিলেন রাজশাহীর খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। ১৮তম ওভারে আবদুল গাফফারের পঞ্চম বলে মুকিদুল বাউন্ডারিতে মেহরবের হাতে ক্যাচ দিতেই ছুটলেন মাঠের ভেতরে। শুরু হয় রাজশাহীর জয়োৎসব।
রাজশাহীর ওয়ারিয়র্সের করা ১৭৪ রানের জবাবে চট্টগ্রামের ইনিংস থামে ১৭ ওভার ৫ বলে ১১১ রানে।
বিপিএলে প্রায় প্রতি আসরেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও নাম পরিবর্তনের হিড়িক দেখা যায়। ফলে একই বিভাগের দল হলেও নতুন নতুন নামে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে লড়াইয়ে নামার নজির আছে। রাজশাহী থেকে ২০২০ বিপিএলে শিরোপা জিতেছিল ‘রাজশাহী রয়্যালস’ ফ্র্যাঞ্চাইজি। সেই হিসেবে ফ্র্যাঞ্চাইজি ভিন্ন হলেও রাজশাহীর দলের বিপিএলে এটি দ্বিতীয় শিরোপা।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে চট্টগ্রাম রয়্যালস। পাওয়ার প্লেতে তারা তোলে ৩ উইকেটে ৪১ রান। শুরুতেই মোহাম্মদ নাঈমকে হারায় চট্টগ্রাম। চট্টগ্রামের ইনিংসের তৃতীয় ওভারে বিনুরা ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন এই ওপেনার। ১৮ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। পরের বলটি হয় ডট। পঞ্চম বলে মাহমুদুল হাসান জয় (০) আউট হন। তিন বলের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস।
পাওয়ার প্লের মধ্যেই তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম। দলীয় ৩৯ রানে থাকতে রান আউট হন হাসান নাওয়াজ। একটি করে চার ও ছক্কায় ৭ বলে ১১ রান করেন নাওয়াজ।
১০ ওভার শেষে রাজশাহীর স্কোর ছিল ৪ উইকেটে ৬৬ রান। ওভারপ্রতি রান তোলার চাপ বাড়তে থাকে। সেই চাপের মুখে একের পর এক উইকেট চট্টগ্রাম। ১২তম ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ তুলেন চট্টগ্রাম অধিনায়ক মেহেদী।
১৭তম ওভারে বোলিংয়ে ফিরে রাজশাহীর জয় একপ্রকার নিশ্চিত করে দেন বিনুরা ফার্নান্দো। প্রথম বলে আসিফ আলী আর পঞ্চম বলে শরিফুলকে আউট করেছেন এই শ্রীলঙ্কান পেসার। শেষ পর্যন্ত ৬৩ রানের বড় জয়ে বিপিএল শিরোপা নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মির্জা বেগ। বিনুরা ফার্নান্দো ৩ ওভারে ৯ রান দিয়ে নেন ৪ উইকেট।

চট্টগ্রামকে ৬৩ রানে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ফাইনালে শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুরে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। বাউন্ডারি সীমানার পাশে প্রস্তুত হয়েই ছিলেন রাজশাহীর খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। ১৮তম ওভারে আবদুল গাফফারের পঞ্চম বলে মুকিদুল বাউন্ডারিতে মেহরবের হাতে ক্যাচ দিতেই ছুটলেন মাঠের ভেতরে। শুরু হয় রাজশাহীর জয়োৎসব।
রাজশাহীর ওয়ারিয়র্সের করা ১৭৪ রানের জবাবে চট্টগ্রামের ইনিংস থামে ১৭ ওভার ৫ বলে ১১১ রানে।
বিপিএলে প্রায় প্রতি আসরেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও নাম পরিবর্তনের হিড়িক দেখা যায়। ফলে একই বিভাগের দল হলেও নতুন নতুন নামে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে লড়াইয়ে নামার নজির আছে। রাজশাহী থেকে ২০২০ বিপিএলে শিরোপা জিতেছিল ‘রাজশাহী রয়্যালস’ ফ্র্যাঞ্চাইজি। সেই হিসেবে ফ্র্যাঞ্চাইজি ভিন্ন হলেও রাজশাহীর দলের বিপিএলে এটি দ্বিতীয় শিরোপা।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে চট্টগ্রাম রয়্যালস। পাওয়ার প্লেতে তারা তোলে ৩ উইকেটে ৪১ রান। শুরুতেই মোহাম্মদ নাঈমকে হারায় চট্টগ্রাম। চট্টগ্রামের ইনিংসের তৃতীয় ওভারে বিনুরা ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন এই ওপেনার। ১৮ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। পরের বলটি হয় ডট। পঞ্চম বলে মাহমুদুল হাসান জয় (০) আউট হন। তিন বলের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস।
পাওয়ার প্লের মধ্যেই তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম। দলীয় ৩৯ রানে থাকতে রান আউট হন হাসান নাওয়াজ। একটি করে চার ও ছক্কায় ৭ বলে ১১ রান করেন নাওয়াজ।
১০ ওভার শেষে রাজশাহীর স্কোর ছিল ৪ উইকেটে ৬৬ রান। ওভারপ্রতি রান তোলার চাপ বাড়তে থাকে। সেই চাপের মুখে একের পর এক উইকেট চট্টগ্রাম। ১২তম ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ তুলেন চট্টগ্রাম অধিনায়ক মেহেদী।
১৭তম ওভারে বোলিংয়ে ফিরে রাজশাহীর জয় একপ্রকার নিশ্চিত করে দেন বিনুরা ফার্নান্দো। প্রথম বলে আসিফ আলী আর পঞ্চম বলে শরিফুলকে আউট করেছেন এই শ্রীলঙ্কান পেসার। শেষ পর্যন্ত ৬৩ রানের বড় জয়ে বিপিএল শিরোপা নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মির্জা বেগ। বিনুরা ফার্নান্দো ৩ ওভারে ৯ রান দিয়ে নেন ৪ উইকেট।




