শিরোনাম

ইংল্যান্ডের কাছে হেরে সুপার সিক্স থেকে বিদায় বাংলাদেশের

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
ইংল্যান্ডের কাছে হেরে সুপার সিক্স থেকে বিদায় বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ (ছবি: আইসিসি)

বাঁচামরার ম্যাচ। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের সেই ম্যাচে বাংলাদেশ অলআউট হলো মাত্র ১৩৬ রানে। যা ১৫৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সোমবার (২৬ জানুয়ারি) এই জয়ে বাংলাদেশকে সেমিফাইনালের আগেই বিদায় করে দিলো ইংল্যান্ড। ২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিনটি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

তবে ৩১ জুন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে পয়েন্টের হিসেবের কারণে বিশ্বকাপে টিকে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের।

সেই চাপটা নিতে পারেনি বাংলাদেশের যুবারা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩৮.১ ওভারে অলআউট হয় ১৩৬ রানে। প্রথম ওভারে জাওয়াদ আবরারের বিদায়ের পর অধিনায়ক আজিজুল হাকিমকে নিয়ে ওপেনার রিফাত বেগ ৪৬ রান যোগ করেন। ইংলিশ অফ স্পিনার ফারহান আহমেদ রিফাতকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ভাঙেন জুটি। ৩৬ বলের ৩১ রান করা রিফাতের বিদায়ের পর নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম, উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহ (২৫) ছাড়া আর কেউ ২০ রানও পাননি।

ইংল্যান্ড রান তাড়া করতে নেমে দলীয় ৩৯ রানে ২ উইকেট হারায়। তৃতীয় উইকেটে অধিনায়ক টমাস রুকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন বেন মায়েসের। ৩৪ রান করা মায়েসকে যখন ফেরালেন সামিউন, ততক্ষণে ম্যাচ হাতছাড়া বাংলাদেশের । অধিনায়ক রু শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৯ রানে। ম্যাচসেরাও হয়েছেন রু।

/টিই/