শিরোনাম

সহজ লক্ষ্য কঠিন করে জিতলো রাজশাহী

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
সহজ লক্ষ্য কঠিন করে জিতলো রাজশাহী
এবারের আসরে অষ্টম জয়ে শীর্ষ স্থান নিশ্চিত করলো রাজশাহী (ছবি: ফেসবুক)

চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। ৩ বল বাকি থাকতে ম্যাচটা জেতে রাজশাহী। মনে হতে পারে সহজ জয়। তবে চট্টগ্রাম অলআউট হয়েছিল মাত্র ১২৫ রানে। তাই বলাই যায় সহজ ম্যাচ কঠিন করে জিতেছে রাজশাহী।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। দলীয় ৩১ রানের মধ্যে ৪ উইকেট হারায় রাজশাহী। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও আকবর আলী ৮৪ রানের জুটি গড়েন। ১৮তম ওভারের শেষ বলে আকবর ৪১ বলে ৪৮ রান করে আউট হলে জুটি ভাঙে।

১৯তম ওভারে আরও ২ উইকেট হারালে ম্যাচ গড়ায় শেষ ওভারে। সেখানে অবশ্য দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৩ চার ও ১ ছক্কায় মুশফিক ৪১ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।

তার আগে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়েছিল চট্টগ্রাম। তবে ত্রাতা হয়ে আসেন আসিফ আলী। বাকিদের আসা-যাওয়ার মিছিলে ২৪ বলে ৪ ছক্কায় ৩৯ রান করেন। তাতে লড়াইয়ের পুঁজি পায় দল।

১০ ম্যাচ শেষে ৮ জয়ে শীর্ষ স্থান নিশ্চিত করলো রাজশাহী ওয়ারিয়র্স। ৯ ম্যাচে ১২ পয়েন্টে চট্টগ্রাম রয়্যালস আছে দুই নম্বরে। সিলেট তিন ও রংপুর চারে। এই শীর্ষ চার দলেরই প্লে-অফ পর্ব খেলা নিশ্চিত।

/টিই/