সিলেটকে বিদায় করে ফাইনালে রাজশাহী

সিলেটকে বিদায় করে ফাইনালে রাজশাহী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার (২১ জানুয়ারি) কোয়ালিফায়ার-২ ম্যাচে সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট করে রাজশাহী তোলে ৯ উইকেটে ১৬৫ রানে। জবাবে সিলেটের ইনিংস থামে ৮ উইকেটে ১৫৩ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানে ২ উইকেট হারায় সিলেট। জাকির হাসান ও আরিফুল ইসলাম দুজনই আউট হন ব্যক্তিগত শূন্য রানে। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস। ইমন ৩৪ বলে ৪৮ রান করলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা।
ইমন ফেরার পর আর বড় জুটি গড়তে পারেনি সিলেট। বিলিংসের ২৮ বলে ৩৭, আফিফ হোসেনের ১২ বলে ২১ আর ক্রিস ওকস ১০ বলে অপরাজিত ১৫ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি।
রাজশাহীর হয়ে শ্রীলঙ্কান বাঁ-হাতি পেসার বিনুরা ফার্নান্দো ১৯ রানে নেন ৪ উইকেট।
আগে ব্যাট করতে নেমে রাজশাহী লড়াইয়ের পুঁজি পায় চার ব্যাটসম্যানের রানে ভর করে। দুই ওপেনার সাহিবজাদা ফারহান (২৬), তানজিদ হাসান (৩২) রান করেন। রাজশাহীর হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তার ৩৮ বলের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কা। এছাড়া জিমি নিশাম ৪ চার ও ২ ছক্কায় ২৬ বলে করেন ৪৪ রান।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার (২১ জানুয়ারি) কোয়ালিফায়ার-২ ম্যাচে সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট করে রাজশাহী তোলে ৯ উইকেটে ১৬৫ রানে। জবাবে সিলেটের ইনিংস থামে ৮ উইকেটে ১৫৩ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানে ২ উইকেট হারায় সিলেট। জাকির হাসান ও আরিফুল ইসলাম দুজনই আউট হন ব্যক্তিগত শূন্য রানে। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস। ইমন ৩৪ বলে ৪৮ রান করলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা।
ইমন ফেরার পর আর বড় জুটি গড়তে পারেনি সিলেট। বিলিংসের ২৮ বলে ৩৭, আফিফ হোসেনের ১২ বলে ২১ আর ক্রিস ওকস ১০ বলে অপরাজিত ১৫ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি।
রাজশাহীর হয়ে শ্রীলঙ্কান বাঁ-হাতি পেসার বিনুরা ফার্নান্দো ১৯ রানে নেন ৪ উইকেট।
আগে ব্যাট করতে নেমে রাজশাহী লড়াইয়ের পুঁজি পায় চার ব্যাটসম্যানের রানে ভর করে। দুই ওপেনার সাহিবজাদা ফারহান (২৬), তানজিদ হাসান (৩২) রান করেন। রাজশাহীর হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তার ৩৮ বলের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কা। এছাড়া জিমি নিশাম ৪ চার ও ২ ছক্কায় ২৬ বলে করেন ৪৪ রান।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।

সিলেটকে বিদায় করে ফাইনালে রাজশাহী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার (২১ জানুয়ারি) কোয়ালিফায়ার-২ ম্যাচে সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট করে রাজশাহী তোলে ৯ উইকেটে ১৬৫ রানে। জবাবে সিলেটের ইনিংস থামে ৮ উইকেটে ১৫৩ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানে ২ উইকেট হারায় সিলেট। জাকির হাসান ও আরিফুল ইসলাম দুজনই আউট হন ব্যক্তিগত শূন্য রানে। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস। ইমন ৩৪ বলে ৪৮ রান করলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা।
ইমন ফেরার পর আর বড় জুটি গড়তে পারেনি সিলেট। বিলিংসের ২৮ বলে ৩৭, আফিফ হোসেনের ১২ বলে ২১ আর ক্রিস ওকস ১০ বলে অপরাজিত ১৫ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি।
রাজশাহীর হয়ে শ্রীলঙ্কান বাঁ-হাতি পেসার বিনুরা ফার্নান্দো ১৯ রানে নেন ৪ উইকেট।
আগে ব্যাট করতে নেমে রাজশাহী লড়াইয়ের পুঁজি পায় চার ব্যাটসম্যানের রানে ভর করে। দুই ওপেনার সাহিবজাদা ফারহান (২৬), তানজিদ হাসান (৩২) রান করেন। রাজশাহীর হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তার ৩৮ বলের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কা। এছাড়া জিমি নিশাম ৪ চার ও ২ ছক্কায় ২৬ বলে করেন ৪৪ রান।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।




