শিরোনাম

রাজশাহীর বিপক্ষে ধুকছে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বিপক্ষে ধুকছে চট্টগ্রাম
দারুণ বল করছেন রাজশাহী ওয়ারিয়র্সের বোলাররা (ছবি: ফেসবুক)

বিপিএল ফাইনালে শুক্রবার (২৩ জানুয়ারি) আগে ব্যাট করে রাজশাহী তোলে ৪ উইকেটে ১৭৪ রান। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে চট্টগ্রাম রয়্যালস। পাওয়ার প্লেতে তারা তোলে ৩ উইকেটে ৪১ রান।

শুরুতেই মোহাম্মদ নাঈমকে হারায় চট্টগ্রাম। চট্টগ্রামের ইনিংসের তৃতীয় ওভারে বিনুরা ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন এই ওপেনার। ১৮ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। পরের বলটি হয় ডট। পঞ্চম বলে মাহমুদুল হাসান জয় (০) আউট হন। তিন বলের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস।

পাওয়ার প্লের মধ্যেই তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম। দলীয় ৩৯ রানে থাকতে রান আউট হন হাসান নাওয়াজ। একটি করে চার ও ছক্কায় ৭ বলে ১১ রান করেন নাওয়াজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে চট্টগ্রাম তোলে ৫ উইকেটে ৭২ রান।

/টিই/