শিরোনাম

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম
মির্জা বেগ খেলেন ৪৫ রানের ইনিংস (ছবি: চট্টগ্রাম রয়্যালস)

জিতলেই ফাইনালে, মিরপুরে এমন ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে চট্টগ্রাম রয়্যালসের দরকার ছিল ৯ রান। বোলিং করেন রিপন মন্ডল, প্রথম বলে আসে এক রান। দ্বিতীয় বলে ছক্কা মারেন শেখ মেহেদী। পরের বলে এক রান নিয়ে তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় চট্টগ্রাম।

অবশ্য হারলেও রাজশাহীর সামনে সুযোগ থাকছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ২১ তারিখ (বুধবার) সিলেট টাইটানসের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয়ী দল ফাইনালে খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রাজশাহী অলআউট হয় ১৩৩ রানে। দুই ওপেনার সাহিবজাদা ফারহান (২১) ও তানজিদ হাসান (৪১) ছাড়া বলার মতো রান করেছেন আব্দুল গাফফার সাকলাইন (৩২)।

জবাব দিতে নেমে শুরুটা ভালো করেন রাজশাহীর দুই ওপেনার। ওপেনিংয়ে ওঠে ৬৪ রান। মোহাম্মদ নাঈম ৩০ রান করে ফিরলে জুটি ভাঙে। হাসান নাওয়াজ করেন ২০ রান। আসিফ আলী (১১) ও মির্জা বেগ (৪৫) ফিরলে শেষ দিকে চাপে পড়ে চট্টগ্রাম। তবে অধিনায়ক শেখ মেহেদীর ৯ বলে অপরাজিত ১৯ রানে জয়ের বন্দরে নোঙর করে চট্টগ্রাম রয়্যালস। মেহেদীর ইনিংসে ছিল ২ ছক্কা।

অপরাজিত ১৯ ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শেখ মেহেদী।

/টিই/