ব্রেকিং
বিপিএলের নিলাম শুরু, দেখবেন যেভাবে

প্রায় এক দশক পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দুই আসরে নিলামের আয়োজন থাকলেও দীর্ঘদিন ধরে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমেই দল গঠন করছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম ফেরানোর ঘোষণা আসার পর থেকেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ চোখে পড়ার মতো বেড়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার কিছুক্ষণ পর শুরু হয় বিপিএল–২০২৫ নিলাম। আগে বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে সময় পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হয়। তবে নির্ধারিত নতুন সময়েও অনুষ্ঠান সময়মতো শুরু করতে পারেনি আয়োজকরা।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। ম্যাচের একাদশে ন্যূনতম দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখতে হবে। পাশাপাশি সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ রাখতে পারবে প্রতিটি দল।

নিলাম থেকে প্রতিটি দলকে কমপক্ষে ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার নিতে হবে। প্রতিটি ক্যাটাগরি থেকেই খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক—‘এ’ ও ‘বি’ মিলিয়ে কমপক্ষে দুইজন, ‘সি’ ও ‘ডি’ থেকে অন্তত ছয়জন এবং ‘ই’ ও ‘এফ’ মিলিয়ে চারজন। বিদেশিদের ক্ষেত্রেও নিলাম থেকে কমপক্ষে দুইজন খেলোয়াড় নিতে হবে।

এবারের বিপিএল নিলাম সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। পাশাপাশি মোবাইলেও সহজে নিলাম দেখা যাচ্ছে। এছাড়া বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার উপভোগ করা যাচ্ছে।