ব্রেকিং
শেষ মুহূর্তের গোলে লিভারপুলের জয়
গোল করে সাবোসলাইয়ের উদযাপন। ছবি: ফেসবুক

ঘরোয়া লিগে দুই দলের যাত্রা চলছে দুরকম। ইন্তার মিলান আছে সিরি’আ এর শিরোপা লড়াইয়ে, আর লিভারপুল একের পর এক হোচট খৈয়ে পারফরম্যান্সে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে অনেক পিছিয়ে গেছে। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অলরেডরা খেলে ইন্তারের মাঠে। মনে হচ্ছিলো ম্যাচটি ড্র হবে।

পুরো ম্যাচে বল দখলে দুদলই ছিল সমান। স্বাগতিকদের ৯ শটের দুটি ছিল লক্ষ্যে। লিভারপুলর ১২ শটের ৫টি লক্ষ্যে।

প্রধমার্ধে চোটে দুই খেলোয়াড়কে হারায় ইন্তার, একাদশ মিনিটে তুর্কি মিডফিল্ডার হাকান কালহানোগ্লু ও ৩১ মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো আচের্বি মাঠ ছেড়ে যান। দ্বিতীয়য়ার্ধে দুই দলের খেলায় গতি বাড়ে। ৮৬ মিনিটে ডি-বক্সে ফ্লোরিয়ান উইর্টিজকে পেছন থেকে টেনে ফেলে দেন ডিফেন্ডার আলেকসান্দ্রো বাস্তোনি। ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে ব্যবধান গড়ে দেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসলাই।

এবারের চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ১২ পয়েন্টে পাঁচ নম্বরে আছে ইন্তার। সমান ম্যাচ ও পয়েন্টে আট নম্বরে লিভারপুল।

একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ইতালিয়ান ক্লাবটি। ১০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে চেলসি।

এছাড়া বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে হারায় স্পোর্তিংকে। বায়ার্ন ১৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল সমান পয়েন্ট নিয়ে শীর্ষে।