শিরোনাম

হেলিকপ্টারে করে মাঠে এলো হীরাখচিত বিপিএল ট্রফি

নিজস্ব প্রতিবেদক
হেলিকপ্টারে করে মাঠে এলো হীরাখচিত বিপিএল ট্রফি
বিপিএল ট্রফি নিয়ে ফটোসেশনে শান্ত ও মেহেদী (ছবি: সংগৃহীত)

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর ফাইনালে সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির করা হলো এবারের বিপিএলের ট্রফি।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন হেলিকপ্টার থেকে ট্রফি নেন পোডিয়াম পর্যন্ত। ট্রফি উন্মোচন করেন দুই ফাইনালিস্ট রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মেহেদী হাসান। এরপর ট্রফিটি মাঠে ঘুরিয়ে দেখানো হয় গ্যালারিতে থাকা দর্শকদের।

দুবাইয়ে সুনিপুণ ডিজাইনে এবার বানানো হয়েছে ২৫ লাখ টাকার হীরাখচিত ট্রফি। টুর্নামেন্টের আগে থেকেই আলোচনা হয় ২৫ লাখ টাকা খরচ করে আনা বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়েও ছিল মিশ্র প্রতিক্রিয়া।

বিপিএল ট্রফি নিয়ে ফটোসেশনের পর তানজিন তিশা মঞ্চ মাতান।

/টিই/