শিরোনাম

অনন্য মাইলফলকে সাকিবকে পেছনে ফেললেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
অনন্য মাইলফলকে সাকিবকে পেছনে ফেললেন মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার (২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে নিজের করা প্রথম ওভারেই সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট তুলে নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার কীর্তি এখন মোস্তাফিজের।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন সাকিব আল হাসান। তারপর এই কীর্তি গড়লেন ফিজ। এই মাইলফলকে পৌঁছাতে কাটার মাস্টার মোস্তাফিজ খেলেছেন ৩১৫ ম্যাচ।

তবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব আল হাসানই। ৪৬৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫০৭। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিবের অবস্থান পাঁচ নম্বরে। আর মোস্তাফিজ আছেন সেরা দশে।

/টিই/