


যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারত শুধু খেলোয়াড় নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।

সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি ৫৭ লাখ টাকা।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপ। আইসিসির এমন সিদ্ধান্ত ক্ষুব্ধ করেছে পাকিস্তানকে। পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে এমন নানা গুঞ্জন উঠছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম আবারও অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশের অনুপস্থিতির ব্যাপারটিকে দুঃখজনক মুহূর্ত বলে মন্তব্য করেছে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। ক্রিকেটকে সেরা রূপে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি দল ও খেলোয়াড়ের সঙ্গে সম্মানজনক ব্যবহার করার কথাও বলেছে সংগঠনটি।

একাই ৪০০ রান করেও ইতিহাসের অংশ হতে পারেননি রাজান দীপ। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখনও ইয়াশভার্ধান দালালের দখলে।

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও এসেছে পরিবর্তন। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। দিনতারিখ বা ভেন্যু বদলায়নি, শুধু প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের জায়গায় বসানো হয়েছে স্কটল্যান্ডের নাম।

কয়েকদিন আগেই ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই আরেক বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এবার পদত্যাগ করলেন ইশতিয়াক।

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় থাকার পর আইসিসি আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানালো। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি)।

সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল আয়ারল্যান্ড। অ্যামি হান্টার অধিনায়ক গ্যাবি লুইসকে নিয়ে ৫৩ রান এনে দিয়ে রিটায়ার্ড হার্ট হন। ১০ ওভারে বিনা উইকেটে ৬৮ রান তোলা আয়ারল্যান্ড বড় ধাক্কা খায় ১১তম ওভরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বিকল্প দল স্কটল্যান্ড। এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও শুরু করেছে আইসিসি। এমনটি জানিয়েছে ক্রিকবাজ। যদিও আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদনে বাংলাদেশের আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি) বাংলাদেশের করা আবেদন খারিজ করে দিয়েছে।

মোখলেসুর আগে বিসিবির অডিট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ইউটিউব ও ফেসবুকে নিজের

রান তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার মিলে গড়েন ৭৮ রানের জুটি। ৪২ বলে ৪৭ রান করে আউট হন জাওয়াদ আবরার। আর রিফাত বেগের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩০ রান।

আইসিসির আয়ের ভাগ পায় বিসিবি। কিছুদিন আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বছরে বিসিবির মোট আয়ের ৫৫ থেকে ৬০ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে।

কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই ঘটনার পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই
চতুর্থ উইকেটে আরেকটি জুটি গড়েন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা। ৪৬ রানের জুটি হয়। সোবহানা (২৭) ফিরলে ভাঙে সেই জুটি। নিগারও বেশি দূর এগোতে পারেননি, ফেরেন ২৯ বলে ২১ রানে।

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন এ তথ্য।

বৈঠকে কী আলাপ হবে? জানতে চাইলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘এ রকম কথা এখনো হয় নাই। শুধু প্রতিটা খেলোয়াড় যারা বিশ্বকাপ দলে আছে, তাদেরকে সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য।