শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

নামিবিয়াকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
নামিবিয়াকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ
সানজিদা আক্তার হয়েছেন ম্যাচসেরা (ছবি: বিসিবি)

আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার পথে আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বের সুপার সিক্সে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল। সুপার সিক্সের শীর্ষ চারে থাকলে জুনে ইংল্যান্ড আসরে জায়গা পাবে বাংলাদেশ।

নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৪৪। এরপর ১৭.৫ ওভারে ৬৪ রানে নামিবিয়াকে গুটিয়ে দেয় বাংলাদেশ।

পাঁচ দলের গ্রুপে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল। তৃতীয় ম্যাচে নামিবিয়া টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতে জুইরিয়া আউট হলেও চার ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে ওঠে ৩৪ রান। তবে ৩৪ রানে দ্বিতীয় এবং ৪৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

চতুর্থ উইকেটে আরেকটি জুটি গড়েন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা। ৪৬ রানের জুটি হয়। সোবহানা (২৭) ফিরলে ভাঙে সেই জুটি। নিগারও বেশি দূর এগোতে পারেননি, ফেরেন ২৯ বলে ২১ রানে।

বাংলাদেশের রান ১৩০ পেরিয়ে যায় স্বর্ণা আক্তারের ১৮ বলে ২৩ রানের ইনিংসের সুবাদে।

নামিবিয়া রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারেই ২০ রান করে ফেলে। চতুর্থ ওভারের প্রথম বলে রাবেয়া খান প্রথম উইকেট তুললে ভাঙন ধরে দলটির ইনিংসে। ২ উইকেটে ৩১ রান করা নামিবিয়া পরের ৩৩ রানে হারায় ৮ উইকেট। রাবেয়া ৪ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন ফাহিমা খাতুনও, ৩.৫ ওভারে তিনি দিয়েছেন ১২ রান।

সানজিদা আক্তার ৪ ওভারে ১৪ রানে নেন ৪ উইকেট।

‘এ’ গ্রুপে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আয়ারল্যান্ড ২ ম্যাচে ৪ এবং যুক্তরাষ্ট্র ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ জানুয়ারি।

/টিই/