শিরোনাম

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি, দাবি ক্রিকবাজের

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি, দাবি ক্রিকবাজের
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বিকল্প দল স্কটল্যান্ড। এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও শুরু করেছে আইসিসি। শনিবার (২৪ জানুয়ারি) এমনটি জানিয়েছে ক্রিকবাজ। যদিও আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরই শুরু হয় বাংলাদেশ-ভারতের ক্রিকেট টানাপড়েন। নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত সফর করতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় ২০২৬ আইপিএল দেশের মিডিয়াতে সম্প্রচার না করার। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেয়া হয় আইসিসিকে। গ্রুপ পরিবর্তনের কথাও বলা হয়েছিল। কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে সব দাবি নাকচ করে আইসিসি।

আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে। সেই সময়সীমার মধ্যে বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভারতের মাটিতে তারা খেলবে না।

এবার বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটীয় ক্ষতির পাশাপাশি বিসিবির বড় ধরনের আর্থিক ক্ষতিও হবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩৩০ কোটি টাকা।

আইসিসি আজ শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাংলাদেশের বিষয়ে তাই বলা হচ্ছে দেশের বাইরের বেশ কিছু সংবাদমাধ্যমে।

/টিই/