শিরোনাম

বিশ্বকাপের ভেন্যু বদল চেয়ে আবারও আইসিসিকে বিসিবির চিঠি

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের ভেন্যু বদল চেয়ে আবারও আইসিসিকে বিসিবির চিঠি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও ইমেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আইসিসিকে ইমেইল পাঠানো হয়।

কেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য অনুকূলে নেই সে বিষয়ে সবিস্তারে জানিয়েছে বিসিবি। মেইলে যোগ করা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও। বিসিবির এক সূত্রের বরাটি বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে বিসিবির প্রথম অনুরোধের জবাবে আইসিসি বুধবার জানিয়েছে, টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেন্যু বদল করা কঠিন। ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশ যে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়েছে, তেমন কিছু হবে না বলেও আশ্বস্ত করে আইসিসি।

আইসিসিকে পাঠানো প্রথম ইমেইলের জবাব পাওয়ার পর বুধবার বিকেলে আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কয়েকজন বোর্ড পরিচালক। সাক্ষাতের পর সংবাদমাধ্যমের কাছে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান ক্রীড়া উপদেষ্টা।

দ্বিতীয় দফায় পাঠানো ইমেইলের জবাব শনিবারের মধ্যে আসবে বলে আশা বিসিবির।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর বিসিবি ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সেখান থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি তোলে।

/টিই/