


ঘরোয়া লিগে দুই দলের যাত্রা চলছে দুরকম। ইন্তার মিলান আছে সিরি’আ এর শিরোপা লড়াইয়ে, আর লিভারপুল একের পর এক হোচট খৈয়ে পারফরম্যান্সে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে অনেক পিছিয়ে গেছে।

গত সোমবার রাতে ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামে এক ক্রীড়া সাংবাদিকের ওপর বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা হামলা চালান। ক্রীড়া মন্ত্রণালয় এমন ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে।

বিশ্বকাপের আয়োজক তিন দেশেই জুন মাসে বেশ গরম পড়বে বলে ধারণা করা হচ্ছে। খেলোয়াড়দের সুস্থতাকে প্রাধান্য দিয়ে তাই নতুন নিয়ম চালু হচ্ছে ২০২৬ বিশ্বকাপে। ফিফা ঘোষণা দিয়েছে, বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচের প্রত্যেক অর্ধে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেকস’ থাকবে।

ঋতুপর্ণাকে 'নারী জাগরণ (ক্রীড়া)' বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত হওয়া সবচেয়ে কমবয়সী নারী ঋতুপর্ণা।

এই টুর্নামেন্টে খেললে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে আরহামের। কারণ ফিফার আর্টিকেল ৫, অনুচ্ছেদ ৩ বলছে একজন ফুটবলার তার ক্যারিয়ারে এক বারই জাতীয়তা পরিবর্তন করতে পারেন।

এ নিয়ে লিগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই পয়েন্ট হারাল রিয়াল। টানা তিনটি ড্র করার পর একটি ম্যাচ তারা জিতেছিল। এরপরই রবিবার আবার হেরে গেল।

লা লিগার ম্যাচে বেতিসের মাঠে শুরুতেই গোল হজম করে বার্সেলোনা। তবে দুই মিনিটের মধ্যে দুই গোলে দলকে লিড এনে দেন ফেরান তোরেস। স্প্যানিশ এই ফরোয়ার্ড করেন হ্যাটট্রিকও। শেষ পর্যন্ত বার্সেলোনা ৫-৩ গোলে হারিয়েছে বেতিসকে।

ইন্টার মায়ামির হয়ে মেসি আজ এমএলএস কাপ জেতার পর থেকে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স লিখেছে, এটি মেসির ক্যারিয়ারের ৪৭তম ট্রফি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল এর হিসাবও তাই বলছে। তবে স্প্যানিশ ও ইংলিশ অনেক সংবাদমাধ্যমে লেখা হয়েছে ট্রফি সংখ্যা ৪৮।

১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে উদ্বোধন হবে বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আর ফাইনাল হবে ১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে।

বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে ৩৮ বছরের মেসি জিতলেন তার ৪৮তম শিরোপা। যা ইতিহাসে পেশাদার ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও।

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রফি নিয়ে উপস্থিত হয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ড্রয়ের পর প্রতিপক্ষ দল নিয়ে কথা বলেন স্কালোনি।

রেগরাগুইয়ের কোচিংয়েই ২০২২ বিশ্বকাপে মরক্কো খেলে সেমিফাইনালে। এবার গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলতে উন্মুখ তিনি। ‘ব্রাজিলের বিপক্ষে খেলা সবার স্বপ্ন। এটা আমাদের জন্য সম্মানের। ব্রাজিল ফুটবলের দেশ, আর মরক্কানদের জন্য তারা একটা উদাহরণ।

পরিসংখ্যানভিত্তিক ওয়েব সাইট অপ্টা বলছে ভিন্ন কথা। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে খেলবে ‘জে’ গ্রুপে। অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডানকে নিয়ে গড়া গ্রুপকে র্যাংকিংয়ের হিসেবে বা খালি চোখে সহজই মনে হচ্ছে।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপেই পড়েছে। ‘সি’ গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর সঙ্গে। ১৯৯৮ সালের বিশ্বকাপেও দুই দলের গ্রুপ পর্বে দেখা হয়েছিল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে ‘জে’ গ্রুপে।

ড্র অনুষ্ঠানের শুরুতে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তোলেন আয়োজক তিন দেশের প্রধান- কানাডা

সাবেক জার্মান জাতীয় দলের তারকা মুলারের মুখোমুখি এর আগেও বহুবার হয়েছেন লিওনেল মেসি। মেসি খেলেছেন এমন দলগুলোর বিপক্ষে মুলারের জয় ৭টি, হার ৩টি। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি, আর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলের জয়ে শিরোপা জেতেন মুলাররা।

এক গ্রুপে একই মহাদেশের দুই দল নয়। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো গ্রুপে একই কনফেডারেশনের দুটি দল রাখা যাবে না। তবে ব্যতিক্রম শুধু ইউরোপ (উয়েফা)। এক বা দুটি ইউরোপিয়ান দল থাকতে পারে একটি গ্রুপে।

জুয়ার এই সংস্থাটি ‘স্টারলিজার্ড বেটিং সিন্ডিকেট’ নামে পরিচিত। তাদের বার্ষিক আয় ৬০ কোটি পাউন্ড। নথি অনুযায়ী, বাজি খেলানো হয় ফুটবলার, খেলোয়াড় ও ব্যবসায়ীদের ব্যাংক হিসাবের মাধ্যমে।

জাতীয় দল আবারও চেষ্টা করবে (বিশ্বকাপ জয়ের), সবটুকু দেবে, লড়বে। কিন্তু ছোট ছোট কিছু কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন। বিশ্বকাপ খুব কঠিন এক প্রতিযোগিতা।

এবারের লা লিগায় ১৫ ম্যাচ ১৬ গোল হলো এমবাপ্পের। ৭৮তম মিনিটে একসঙ্গে এমবাপ্পে ও ভিনিকে তুলে নেন কোচ, একই সঙ্গে এদের মিলিতাওকেও। তাদের জায়গায় নামেন রদ্রিগো, ব্রাহিম দিয়াস ও গন্সালো গার্সিয়া।

ব্রাজিলিয়ান ফুটবল লিগে আগের রাউন্ডে সান্তোসের হয়ে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট নিয়েই খেলেছিলেন নেইমার। বুধবারও তিনি খেললেন সেই চোট নিয়েই।