ওল্ড ট্র্যাফোর্ডে ৮ গোলের থ্রিলার

ওল্ড ট্র্যাফোর্ডে ৮ গোলের থ্রিলার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সোমবার (১৫ ডিসেম্বর) রাতে স্মরণীয় এক ম্যাচ উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ। ৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো দল। ৯০ মিনিটের ‘থ্রিলার’ শেষে ৪-৪ গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। এটিকে মৌসুমের সেরা ম্যাচ বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ফুটবলার ও ফুটবল বিশ্লেষক জেমি ক্যারাঘার।
ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে ম্যাচের চিত্রটা অবশ্য গড়পড়তাই ছিল। স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় আমাদ দিয়ালোর গোলে। ৪০ মিনিটে আন্তোন সেমেনিওর গোলে সমতায় ফেরে বোর্নমাউথ। যোগ করা সময় কাসেমিরো গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় রুবেন আমোরিমের দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে বোর্নমাউথকে সমতায় ফেরান এভানিলসন। ৫২ মিনিটে মার্কাস তাবেরনিয়েরের গোলে প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় বোর্নমাউথ। ৭৭ মিনিটে ম্যানইউর পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর ৭৯ মিনিটে রেড ডেভিলদের আবারও এগিয়ে দেন কুনহা। ৪-৩ গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ম্যানইউ। ৮৪ মিনিটে বোর্নমাউথের এলি জুনিয়র ক্রুপি গোল করে ম্যাচর স্কোর ৪-৪ করেন।
বারবার রূপ বদলানোর অবিশ্বাস্য এই লড়াইয়ে দুই দল মিলিয়ে শট নিয়েছে ৩৯টি, ম্যানইউ ২৫ এবং বোর্নমাউথের ১৪ শট নেয়।
ম্যাচের পর সাবেক ইংলিশ ফুটবলার ক্যারাঘার বলেন, ‘ম্যাচের বড় একটা সময়জুড়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল দুর্দান্ত। প্রথমার্ধে বোর্নমাউথ ছন্দে ছিল না। দ্বিতীয়ার্ধে তারা ছিল অসাধারণ। কী দারুণ একটা ম্যাচ, এককথায় চমৎকার। আমার মনে হয়, আমরা এ পর্যন্ত প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা ম্যাচটাই দেখে ফেললাম।’
১৬ ম্যাচে ২৬ পয়েন্ট ম্যানইউর। সমান ম্যাচে ২০ পয়েন্ট বোর্নমাউথের।

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সোমবার (১৫ ডিসেম্বর) রাতে স্মরণীয় এক ম্যাচ উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ। ৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো দল। ৯০ মিনিটের ‘থ্রিলার’ শেষে ৪-৪ গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। এটিকে মৌসুমের সেরা ম্যাচ বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ফুটবলার ও ফুটবল বিশ্লেষক জেমি ক্যারাঘার।
ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে ম্যাচের চিত্রটা অবশ্য গড়পড়তাই ছিল। স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় আমাদ দিয়ালোর গোলে। ৪০ মিনিটে আন্তোন সেমেনিওর গোলে সমতায় ফেরে বোর্নমাউথ। যোগ করা সময় কাসেমিরো গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় রুবেন আমোরিমের দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে বোর্নমাউথকে সমতায় ফেরান এভানিলসন। ৫২ মিনিটে মার্কাস তাবেরনিয়েরের গোলে প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় বোর্নমাউথ। ৭৭ মিনিটে ম্যানইউর পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর ৭৯ মিনিটে রেড ডেভিলদের আবারও এগিয়ে দেন কুনহা। ৪-৩ গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ম্যানইউ। ৮৪ মিনিটে বোর্নমাউথের এলি জুনিয়র ক্রুপি গোল করে ম্যাচর স্কোর ৪-৪ করেন।
বারবার রূপ বদলানোর অবিশ্বাস্য এই লড়াইয়ে দুই দল মিলিয়ে শট নিয়েছে ৩৯টি, ম্যানইউ ২৫ এবং বোর্নমাউথের ১৪ শট নেয়।
ম্যাচের পর সাবেক ইংলিশ ফুটবলার ক্যারাঘার বলেন, ‘ম্যাচের বড় একটা সময়জুড়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল দুর্দান্ত। প্রথমার্ধে বোর্নমাউথ ছন্দে ছিল না। দ্বিতীয়ার্ধে তারা ছিল অসাধারণ। কী দারুণ একটা ম্যাচ, এককথায় চমৎকার। আমার মনে হয়, আমরা এ পর্যন্ত প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা ম্যাচটাই দেখে ফেললাম।’
১৬ ম্যাচে ২৬ পয়েন্ট ম্যানইউর। সমান ম্যাচে ২০ পয়েন্ট বোর্নমাউথের।

ওল্ড ট্র্যাফোর্ডে ৮ গোলের থ্রিলার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সোমবার (১৫ ডিসেম্বর) রাতে স্মরণীয় এক ম্যাচ উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ। ৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো দল। ৯০ মিনিটের ‘থ্রিলার’ শেষে ৪-৪ গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। এটিকে মৌসুমের সেরা ম্যাচ বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ফুটবলার ও ফুটবল বিশ্লেষক জেমি ক্যারাঘার।
ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে ম্যাচের চিত্রটা অবশ্য গড়পড়তাই ছিল। স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় আমাদ দিয়ালোর গোলে। ৪০ মিনিটে আন্তোন সেমেনিওর গোলে সমতায় ফেরে বোর্নমাউথ। যোগ করা সময় কাসেমিরো গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় রুবেন আমোরিমের দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে বোর্নমাউথকে সমতায় ফেরান এভানিলসন। ৫২ মিনিটে মার্কাস তাবেরনিয়েরের গোলে প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় বোর্নমাউথ। ৭৭ মিনিটে ম্যানইউর পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর ৭৯ মিনিটে রেড ডেভিলদের আবারও এগিয়ে দেন কুনহা। ৪-৩ গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ম্যানইউ। ৮৪ মিনিটে বোর্নমাউথের এলি জুনিয়র ক্রুপি গোল করে ম্যাচর স্কোর ৪-৪ করেন।
বারবার রূপ বদলানোর অবিশ্বাস্য এই লড়াইয়ে দুই দল মিলিয়ে শট নিয়েছে ৩৯টি, ম্যানইউ ২৫ এবং বোর্নমাউথের ১৪ শট নেয়।
ম্যাচের পর সাবেক ইংলিশ ফুটবলার ক্যারাঘার বলেন, ‘ম্যাচের বড় একটা সময়জুড়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল দুর্দান্ত। প্রথমার্ধে বোর্নমাউথ ছন্দে ছিল না। দ্বিতীয়ার্ধে তারা ছিল অসাধারণ। কী দারুণ একটা ম্যাচ, এককথায় চমৎকার। আমার মনে হয়, আমরা এ পর্যন্ত প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা ম্যাচটাই দেখে ফেললাম।’
১৬ ম্যাচে ২৬ পয়েন্ট ম্যানইউর। সমান ম্যাচে ২০ পয়েন্ট বোর্নমাউথের।