যে কারণে সালাহকে নিয়ে আগ্রহ সৌদি ক্লাবগুলোর

যে কারণে সালাহকে নিয়ে আগ্রহ সৌদি ক্লাবগুলোর
সিটিজেন স্পোর্টস ডেস্ক

কোচ আর্না স্লটের সঙ্গে ফরোয়ার্ড মোহামেদ সালাহর সুসম্পর্ক যে ভেঙে গেছে, তা এখন আর গোপন নয়। তাই লিভারপুলে ৩৩ বছর বয়সী মিসরীয় তারকা সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মধ্যে সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমার মুগারবেল জানিয়েছেন, বেশ কয়েকটি ক্লাব তাকে পেতে আগ্রহী।
২০১৭ সালের জুনে লিভারপুলে যোগ দিয়ে গত আট মৌসুমে সাফল্য পেয়েছেন সালাহ। ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জয়ে রেখেছেন ভূমিকা। গত মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ ২৯টি গোল করেন সালাহ।
তবে এই মৌসুমে প্রিমিয়ার লিগে শেষ তিন ম্যাচের দুটিতে পুরো সময় বেঞ্চে কাটান সালাহ। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্তার মিলানের বিপক্ষে ১-০ তে জয়ের পর কোচ স্লটও সালাহর প্রতি তার অসন্তোষের কথা জানান।
এদিকে রিয়াদে ওয়ার্ল্ড ফুটবলে মুগারবেল বলেন, ‘সৌদি লিগে মোহামেদ সালাহকে স্বাগত জানানো হবে। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার কাজটা ক্লাবগুলোর।‘

কোচ আর্না স্লটের সঙ্গে ফরোয়ার্ড মোহামেদ সালাহর সুসম্পর্ক যে ভেঙে গেছে, তা এখন আর গোপন নয়। তাই লিভারপুলে ৩৩ বছর বয়সী মিসরীয় তারকা সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মধ্যে সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমার মুগারবেল জানিয়েছেন, বেশ কয়েকটি ক্লাব তাকে পেতে আগ্রহী।
২০১৭ সালের জুনে লিভারপুলে যোগ দিয়ে গত আট মৌসুমে সাফল্য পেয়েছেন সালাহ। ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জয়ে রেখেছেন ভূমিকা। গত মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ ২৯টি গোল করেন সালাহ।
তবে এই মৌসুমে প্রিমিয়ার লিগে শেষ তিন ম্যাচের দুটিতে পুরো সময় বেঞ্চে কাটান সালাহ। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্তার মিলানের বিপক্ষে ১-০ তে জয়ের পর কোচ স্লটও সালাহর প্রতি তার অসন্তোষের কথা জানান।
এদিকে রিয়াদে ওয়ার্ল্ড ফুটবলে মুগারবেল বলেন, ‘সৌদি লিগে মোহামেদ সালাহকে স্বাগত জানানো হবে। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার কাজটা ক্লাবগুলোর।‘

যে কারণে সালাহকে নিয়ে আগ্রহ সৌদি ক্লাবগুলোর
সিটিজেন স্পোর্টস ডেস্ক

কোচ আর্না স্লটের সঙ্গে ফরোয়ার্ড মোহামেদ সালাহর সুসম্পর্ক যে ভেঙে গেছে, তা এখন আর গোপন নয়। তাই লিভারপুলে ৩৩ বছর বয়সী মিসরীয় তারকা সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মধ্যে সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমার মুগারবেল জানিয়েছেন, বেশ কয়েকটি ক্লাব তাকে পেতে আগ্রহী।
২০১৭ সালের জুনে লিভারপুলে যোগ দিয়ে গত আট মৌসুমে সাফল্য পেয়েছেন সালাহ। ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জয়ে রেখেছেন ভূমিকা। গত মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ ২৯টি গোল করেন সালাহ।
তবে এই মৌসুমে প্রিমিয়ার লিগে শেষ তিন ম্যাচের দুটিতে পুরো সময় বেঞ্চে কাটান সালাহ। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্তার মিলানের বিপক্ষে ১-০ তে জয়ের পর কোচ স্লটও সালাহর প্রতি তার অসন্তোষের কথা জানান।
এদিকে রিয়াদে ওয়ার্ল্ড ফুটবলে মুগারবেল বলেন, ‘সৌদি লিগে মোহামেদ সালাহকে স্বাগত জানানো হবে। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার কাজটা ক্লাবগুলোর।‘