শিরোনাম

শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে সাবিনারা

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে সাবিনারা
জোড়া গোল করেন কৃষ্ণা রাণী (ছবি: সাফ ফেসবুক পেজ)

সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৬-৩ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ব্যাংককের নন্থাভুরি স্টেডিয়ামে বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী। একটি করে গোল মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীনের।

এই জয়ে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে বাংলাদেশ। দুইয়ে নেমে যাওয়া ভারতের ৪ ম্যাচে ৯ পয়েন্ট। শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথমার্ধে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার আগে সাবিনা খাতুনের গোলে ম্যাচে ফেরে তারা। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে সমতায় ফেরান বাংলাদেশ অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে মাতসুশিমা সুমাইয়ার গোলে বাংলাদেশ ম্যাচে এগিয়ে যায়। ৩৫ মিনিটে জটলার মধ্যে থেকে আলতো টোকায় বল জালে জড়ান কৃষ্ণা। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে বাংলাদেশকে একটি করে গোল এনে দেন মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী। তবে রেফারির শেষ বাঁশির আগে এক গোল করে হারের ব্যবধান আরেকটু কমিয়েছে শ্রীলঙ্কা।

/টিই/