ওমানকে উড়িয়ে হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

ওমানকে উড়িয়ে হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়
সিটিজেন স্পোর্টস ডেস্ক

জুনিয়র হকি (অনূর্ধ্ব-২১) বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্র্যাগ অ্যান্ড ফ্লিকের বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। তৃতীয় ম্যাচে করেন আরও এক গোল। এবার আগের তিন ম্যাচের পারফরম্যান্স ছাপিয়ে গেলেন। করলেন পাঁচ গোল। তাতে জুনিয়র হকি বিশ্বকাপে বড় ব্যবধানে ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১৩-০ তে জিতেছে ওমানের বিপক্ষে। টুর্নামেন্টে তৃতীয় হ্যাটট্রিকসহ মোট ১২ গোল করলেন আমিরুল ইসলাম। আমিরুলের ছাড়াও এদিন আলো কেড়ে নিয়েছেন হ্যাটট্রিক করা রাকিবুল হাসান রকি। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এই জয়ে ২৪ জাতির বিশ্বকাপে বাংলাদেশ ১৭ থেকে ২০তম স্থানের মধ্যে শেষ করবে তা নিশ্চিত হলো। ৬ ডিসেম্বর ১৭ থেকে ২০তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এখন দক্ষিণ কোরিয়া এবং মিশরের মধ্যেকার বিজয়ী দলের মুখোমুখি হবে।
ম্যাচের এগারো, পনেরো এবং ১৬ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করে লাল-সবুজের দলের জন্য কাজটি সহজ করে দেন আমিরুল। ১৯ ও ২৫ মিনিটে ফরোয়ার্ড রাকিবুল ওপেন প্লে থেকে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর রাকিবুল ওপেন প্লে থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং আমিরুল আরও দুটি গোল করে তার গোল সংখ্যা পাঁচে নিয়ে যান। মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ সাজুও গোল উৎসবে যোগ দিয়ে দুজনই দুটি করে গোল করেন। অন্যদিকে ওবায়দুল জয় একটি গোল করে স্কোরশিটে নিজের নাম লেখান।

জুনিয়র হকি (অনূর্ধ্ব-২১) বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্র্যাগ অ্যান্ড ফ্লিকের বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। তৃতীয় ম্যাচে করেন আরও এক গোল। এবার আগের তিন ম্যাচের পারফরম্যান্স ছাপিয়ে গেলেন। করলেন পাঁচ গোল। তাতে জুনিয়র হকি বিশ্বকাপে বড় ব্যবধানে ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১৩-০ তে জিতেছে ওমানের বিপক্ষে। টুর্নামেন্টে তৃতীয় হ্যাটট্রিকসহ মোট ১২ গোল করলেন আমিরুল ইসলাম। আমিরুলের ছাড়াও এদিন আলো কেড়ে নিয়েছেন হ্যাটট্রিক করা রাকিবুল হাসান রকি। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এই জয়ে ২৪ জাতির বিশ্বকাপে বাংলাদেশ ১৭ থেকে ২০তম স্থানের মধ্যে শেষ করবে তা নিশ্চিত হলো। ৬ ডিসেম্বর ১৭ থেকে ২০তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এখন দক্ষিণ কোরিয়া এবং মিশরের মধ্যেকার বিজয়ী দলের মুখোমুখি হবে।
ম্যাচের এগারো, পনেরো এবং ১৬ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করে লাল-সবুজের দলের জন্য কাজটি সহজ করে দেন আমিরুল। ১৯ ও ২৫ মিনিটে ফরোয়ার্ড রাকিবুল ওপেন প্লে থেকে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর রাকিবুল ওপেন প্লে থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং আমিরুল আরও দুটি গোল করে তার গোল সংখ্যা পাঁচে নিয়ে যান। মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ সাজুও গোল উৎসবে যোগ দিয়ে দুজনই দুটি করে গোল করেন। অন্যদিকে ওবায়দুল জয় একটি গোল করে স্কোরশিটে নিজের নাম লেখান।

ওমানকে উড়িয়ে হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়
সিটিজেন স্পোর্টস ডেস্ক

জুনিয়র হকি (অনূর্ধ্ব-২১) বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্র্যাগ অ্যান্ড ফ্লিকের বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। তৃতীয় ম্যাচে করেন আরও এক গোল। এবার আগের তিন ম্যাচের পারফরম্যান্স ছাপিয়ে গেলেন। করলেন পাঁচ গোল। তাতে জুনিয়র হকি বিশ্বকাপে বড় ব্যবধানে ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১৩-০ তে জিতেছে ওমানের বিপক্ষে। টুর্নামেন্টে তৃতীয় হ্যাটট্রিকসহ মোট ১২ গোল করলেন আমিরুল ইসলাম। আমিরুলের ছাড়াও এদিন আলো কেড়ে নিয়েছেন হ্যাটট্রিক করা রাকিবুল হাসান রকি। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এই জয়ে ২৪ জাতির বিশ্বকাপে বাংলাদেশ ১৭ থেকে ২০তম স্থানের মধ্যে শেষ করবে তা নিশ্চিত হলো। ৬ ডিসেম্বর ১৭ থেকে ২০তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এখন দক্ষিণ কোরিয়া এবং মিশরের মধ্যেকার বিজয়ী দলের মুখোমুখি হবে।
ম্যাচের এগারো, পনেরো এবং ১৬ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করে লাল-সবুজের দলের জন্য কাজটি সহজ করে দেন আমিরুল। ১৯ ও ২৫ মিনিটে ফরোয়ার্ড রাকিবুল ওপেন প্লে থেকে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর রাকিবুল ওপেন প্লে থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং আমিরুল আরও দুটি গোল করে তার গোল সংখ্যা পাঁচে নিয়ে যান। মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ সাজুও গোল উৎসবে যোগ দিয়ে দুজনই দুটি করে গোল করেন। অন্যদিকে ওবায়দুল জয় একটি গোল করে স্কোরশিটে নিজের নাম লেখান।