
ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এই প্রথম এক টেবিলে বসল ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠককে আলোচনার ধরন বদলালেও মূল মতপার্থক্যের জায়গাগুলোতে কোনো অগ্রগতি হয়নি।

এই পরিস্থিতিতে ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং তাকে ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছেন।

সেনাদের মনোবল ভেঙে পড়া এবং উচ্চহারে দলত্যাগের গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে ফেদোরভের মন্তব্যটিই প্রথম, যেখানে কোনো ইউক্রেনীয় কর্মকর্তা এই সমস্যার প্রকৃত মাত্রা প্রকাশ করলেন।