শিরোনাম

৪৮তম স্পেশাল বিসিএসে বাদ পড়লেন ২৩ চিকিৎসক

বিশেষ-প্রতিনিধি
৪৮তম স্পেশাল বিসিএসে বাদ পড়লেন ২৩ চিকিৎসক
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

৪৮তম স্পেশাল বিসিএস থেকে বাদ পড়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ জন চিকিৎসকসহ ২৩ জন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ গেজেট প্রকাশিত হয়।

বঞ্চিতদের অভিযোগ, যথাযথ দিকনির্দেশনা অনুসরণ না করেই গেজেট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ৪৮তম বিসিএসের প্রিলিমিনারি ও ভাইভা উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও এমন সিদ্ধান্তে তারা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন। তবে তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

সিলেট মেডিকেল কলেজের একজন চিকিৎসক বলেন, তালিকা থেকে নাম কেন বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে কোনো মামলাও নেই।

আরেকজন চিকিৎসা বলেন, কোনো ধরনের সুস্পষ্ট অভিযোগ ছাড়াই এভাবে বঞ্চিত করায় বিস্মিত হয়েছি। সাড়ে তিন হাজার চিকিৎসকের মাঝে একই মেডিকেলের ১৫ জন বাদ পড়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা সুস্পষ্ট প্রহসন।

বাদ পড়া ২৩ জনের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ১৫ জন ও রাঙামাটি মেডিকেল কলেজের দুই জন। এছাড়া রংপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, শহীদ সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের একজন করে বাদ পড়েছেন।

একজন চিকিৎসক জানান, গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বঞ্চিতরা জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সচিব তাদেরকে জানিয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গেজেটভুক্ত করা হয়নি। তবে মাত্র ৪ জনের বিরুদ্ধে পারিবারিক মামলা রয়েছে। অন্যদের কেন বাদ দেওয়া হলো সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই।

পুলিশ ভেরিফিকেশন নির্দেশনায় সন্ত্রাসবাদী কিংবা রাষ্ট্রদ্রোহী কার্যক্রমে জড়িত থাকার তথ্য চাওয়া হয়েছিল। বঞ্চিতদের ধারণা, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে হয়তো ভিন্ন তথ্য সরবরাহ করেছে।

বঞ্চিত চিকিৎসকরা অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের মাধ্যমে গেজেটভুক্ত করে তাদের মানসিক ও পারিবারিক দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দেওয়ার দাবি জানান।

বঞ্চিত চিকিৎসকদের মধ্যে রয়েছেন–

ডা. শুভ্র দেবনাথ নীলু (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৪-১৫)

ডা. ইলহামুর রেজা চৌধুরী (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৪-১৫)

ডা. মুশফিকুর রহমান ভূইয়া (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৪-১৫)

ডা. আলভি ফারাজী (সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৭-১৮)

ডা. মো: রাইসুল করিম নিশান (সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৭-১৮)

ডা. মেহেদী হাসান (সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৭-১৮)

ডা. মো. সাব্বির আহম্মেদ তুষার (সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, ২০১৫-১৬)

ডা. মো. সুমন আহম্মেদ (ঢাকা মেডিকেল কলেজ, ২০১৭-১৮)

ডা. সৌরভ সরকার দীপ্র (সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৬-১৭)

ডা. অনিন্দ্য কুশল পাল (সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৬-১৭)

ডা. মো. পাভেল ইসলাম (রংপুর মেডিকেল কলেজ, ২০১৬-১৭)

ডা. সিরাজাম মুনিরা (সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৫-১৬)

ডা. উজ্জ্বল মল্লিক (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ২০১৫-১৬)

ডা. অনুপম ভট্টাচার্য্য (রাঙামাটি মেডিকেল কলেজ, ২০১৬-১৭)

ডা. নাহিদুর রহমান (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৫-১৬)

ডা. ইমতিয়াজ উদ্দিন মানিক (চট্টগ্রাম মেডিকেল কলেজ, ২০১৪-১৫)

ডা. আহমেদ মুনতাকিম চৌধুরী (সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৫-১৬)

ডা. সাদি বিন শামস (টাঙ্গাইল মেডিকেল কলেজ, ২০১৪–১৫)

ডা. নাজমুল হক (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ২০১৫-১৬)

ডা. এ এইচ এম সাখারব (রাঙামাটি মেডিকেল কলেজ, ২০১৬-১৭)

ডা. সাবিহা আফরিন (আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ২০১৩-১৪)

/এফসি/