
দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে ঢাকার গ্যাস বিতরণের পাইপলাইনে। এবার উত্তরা টঙ্গী ব্রীজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। ফলে উত্তরা, উত্তরখান ও দক্ষিনখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিতাস গ্যাসফিল্ডের শহর ব্রাহ্মণবাড়িয়া। সেই শহরেই তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি পালন করেছে সব শ্রেণি-পেশার মানুষ।

‘আজ কোনো চুলাই জ্বলেনি। গতকাল যা রান্না করেছিলাম তা খেয়ে কোনোমতে প্রাণ বাঁচাচ্ছি। কখন গ্যাস আসবে সেই অপেক্ষায় আছি’, কথাগুলো বলছিলেন রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার গৃহবধূ রুমা আক্তার।