নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা-বালু নদের মধ্য চনপাড়া চরের সবুজ বিনাশ করে নির্মাণ করা হচ্ছে ইকোপার্ক। চরের ১৩৩ বিঘা জমিতে নির্মাণ কাজ পুরোদমে চলছে। একসময় চরের জমিতে স্থানীয় কৃষকরা ফসল ফলাতেন, এখন সে অবস্থা আর নেই।