দুই-এক বছর আগেও দেশে জলাতঙ্ক টিকার চাহিদা ছিল বছরে ১২-১৪ লাখ ভায়াল। বর্তমানে তা বেড়ে ২৪-২৫ লাখ হয়েছে। প্রতিটি ৫০০ টাকা হিসাবে ২৪ লাখ টিকার বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।