নেপালের কীর্তিপুরে মঙ্গলবার (২০ জানুয়ারি) নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩০ রানে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৮ রান তোলে নিগার সুলতানার দল। যা আন্তর্জাতিক নারী টি–টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ স্কোর।
১৫ সদস্যের বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি নাহিদা আক্তার। নতুন মুখ জুয়াইরিয়া ফেরদৌস। ২০ বছর বয়সী এই উইকেকিপার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে গত বছর বিশ্বকাপ খেলেছেন।