ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৪৬৪ কোটি টাকা

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৪৬৪ কোটি টাকা
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর থেকেই আলোচনায় পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, তারা বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আগামী ৩০ জানুয়ারি বা ২ ফেব্রুয়ারি।
আইসিসির কঠোর শাস্তি এবং বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন খবর দেশটির গণমাধ্যমে। এদিকে হিন্দুস্তান টাইমস মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ বয়কট করলে বা ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানের বিরুদ্ধে ৩৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করতে পারে সম্প্রচারকারী সংস্থাগুলো। এমন হলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৪ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে পাকিস্তান।
ভারতের গণমাধ্যম রেভস্পোর্টজ এক প্রতিবেদনে বলেছে, পাকিস্তান ইতোমধ্যে আইসিসির সঙ্গে মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করেছে, যা একটি আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি।
এই চুক্তি ভঙ্গ করলে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ক্রিকেট থেকে স্থগিতাদেশ, পিএসএলের জন্য বিদেশি খেলোয়াড়দের এনওসি না পাওয়া এবং এশিয়া কাপ থেকে বাদ পড়ার মতো শাস্তি আসতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর থেকেই আলোচনায় পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, তারা বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আগামী ৩০ জানুয়ারি বা ২ ফেব্রুয়ারি।
আইসিসির কঠোর শাস্তি এবং বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন খবর দেশটির গণমাধ্যমে। এদিকে হিন্দুস্তান টাইমস মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ বয়কট করলে বা ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানের বিরুদ্ধে ৩৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করতে পারে সম্প্রচারকারী সংস্থাগুলো। এমন হলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৪ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে পাকিস্তান।
ভারতের গণমাধ্যম রেভস্পোর্টজ এক প্রতিবেদনে বলেছে, পাকিস্তান ইতোমধ্যে আইসিসির সঙ্গে মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করেছে, যা একটি আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি।
এই চুক্তি ভঙ্গ করলে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ক্রিকেট থেকে স্থগিতাদেশ, পিএসএলের জন্য বিদেশি খেলোয়াড়দের এনওসি না পাওয়া এবং এশিয়া কাপ থেকে বাদ পড়ার মতো শাস্তি আসতে পারে।

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৪৬৪ কোটি টাকা
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর থেকেই আলোচনায় পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, তারা বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আগামী ৩০ জানুয়ারি বা ২ ফেব্রুয়ারি।
আইসিসির কঠোর শাস্তি এবং বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন খবর দেশটির গণমাধ্যমে। এদিকে হিন্দুস্তান টাইমস মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ বয়কট করলে বা ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানের বিরুদ্ধে ৩৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করতে পারে সম্প্রচারকারী সংস্থাগুলো। এমন হলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৪ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে পাকিস্তান।
ভারতের গণমাধ্যম রেভস্পোর্টজ এক প্রতিবেদনে বলেছে, পাকিস্তান ইতোমধ্যে আইসিসির সঙ্গে মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করেছে, যা একটি আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি।
এই চুক্তি ভঙ্গ করলে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ক্রিকেট থেকে স্থগিতাদেশ, পিএসএলের জন্য বিদেশি খেলোয়াড়দের এনওসি না পাওয়া এবং এশিয়া কাপ থেকে বাদ পড়ার মতো শাস্তি আসতে পারে।




