নারায়ণগঞ্জ জেলার থানা পুকুর পাড়। জেলার সবার কাছেই একটা পরিচিত নাম এটি। এ পুকুর একসময় সৌন্দর্যবর্ধন করে রেখেছিলো শহরকে। অথচ খোদ সিটি কর্পোরেশন থানা পুকুর ভরাট করে ফেলে। সেখানে গড়ে তুলেছে অট্রালিকা আর ভবন। শুধু থানা পুকুরই নয়। প্রাচ্যের ডান্ডিখ্যাত জেলা নারায়ণগঞ্জে পুকুর ভরাট এখন নিয়মে পরিণত হয়েছে।